বেতন নির্ধারণ । Payfixation gov bd থেকে Increment বের করার নিয়ম ২০২৪

জুন মাস শেষে হতে না হতেই সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাট করে। ১ লা জুলাই ইনক্রিমেন্ট লাগবে বা বেতন বাড়বে। বার্ষিক বেতন বৃদ্ধি একটি নিয়মিত কার্যক্রম বটে। এতে তেমন একটা উত্তেজিত হওয়ার কিছু নেই কারণ বছরে মূল্যস্ফিতি যেখানে ৭% যেখানে ৫% বেতন বৃদ্ধিতে ২% ঘাটতি সৃষ্টি হচ্ছে বটে।আপনারা অনেকেই জানতে চান কিভাবে আপনারা খুব সহজে Pay Fixation থেকে Increment বের করবেন? এখানে আজ আমি আলোচনা করব কিভাবে আপনি মোবাইল ও ডেক্সটপ বা ল্যাপটপ দিয়ে দুই ভাবেই Increment বের করবেন। সম্পূর্ণ জানতে আমার এই পোস্ট টি পুরো মনোযোগ দিয়ে পড়ে ফেলুন আশা করি আর কোন প্রশ্ন থাকবে না এবং আপনি নিজে নিজেই ফিক্সেশন কপি বের করতে পারবেন।

প্রথমেই আসুন Pay Fixation কি?

মূলত পে ফিক্সেশন কি? এটা কি কোন জরুরী বিষয়? পে ফিক্সেশন হল মূলত সরকারি চাকুরিজীবীদের বেতন সংক্রান্ত তথ্যাদি জমা দেয়ার একটা সিস্টেম। সরকারি চাকুরিজীবীরা ছাড়া এই সিস্টেম অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সরকারি চাকুরিজীবীদের বেতন ডিজিটালাইজেশন করার জন্য এই প্রকল্প গ্রহন করা হয়। এটাকে বাংলায় অনলাইনে বেতন নির্ধারণও বলা হয়ে থাকে। এই প্রক্রিয়া টি শুধুমাত্র নতুন যারা সরকারি চাকুরীতে যোগদান করেছেন তাদের জন্য নয়, অনেক বছর চাকুরী করেছেন কিংবা প্রোমোশন ও বেতন বৃদ্ধি পেলেও তাদের এই পে ফিক্সেশন জমা দিতে হয় বা অনলাইনে সম্পাদন করতে হয়।

Pay Fixation কেন করতে হয়?

আপনার অনুমোদিত পে ফিক্সেশন এর উপর নির্ভর করেই সরকারি বেতন নির্ধারিত হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটি কেন জরুরী। আপনি নতুন জয়েন করে থাকলে এটি জমা না দিলে আপনার বেতন আপনার নামে সরকার থেকে বরাদ্দ করা হবে না। এছাড়াও আপনি যদি চাকুরীরত অবস্থায় স্কেলের পরিবর্তন, পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ইত্যাদি কারনে যদি বেতনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি এটি জমা না দিলে আপনি নতুন বেতন পাবেন না পুরাতন স্কেলেই বেতন পেয়ে থাকবেন। তবে স্কেল পরিবর্তন না হলেও পদোন্নতিতে পে ফিক্সেশন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন কর্মচারীর উচ্চতর গ্রেডে পদোন্নতি হয়ে কিন্তু কোন বেতন বাড়ছে না তবুও পে  ফিক্সেশন করতে হয়।

আপনি নিজে নিজে এটি করতে পারবেন?

জি অবশ্যই পারবেন। কেন পারবেন না? এটা তো আর রকেট সাইন্স না যে পারবেন না। এই পোস্ট টা পড়ে ফলো করলে আপনি নিজে নিজে অবশ্যই পে ফিক্সশন বা বার্ষিক বেতন বৃদ্ধির সনদ বের করতে পারবেন। তাছাড়া যেহেতু ভেরিফিকেশন নম্বর আপনার মোবাইলে আসে তাই এটি সম্পন্ন করার দায়িত্ব আপনার উপরই বর্তায়। আপনার কনসার্ণ ছাড়া অন্য কেউ কোন ভাবেই আপনার পে ফিক্সশনের ঢুকতে পারবে না। তাই এটি আপনাকেই করতে হবে এবং আপনি এটি পারবেন।

মোবাইল দিয়ে কি পে ফিক্সেশন বা ইনক্রিমেন্ট কপি বের করা যায়?

জি অবশ্যই যায়। এখন মোবাইল দিয়ে দুনিয়ায় কত কাজ করে থাকে। আর এটা করা যাবে না? এটি এমনকি আপনি চাইলে মোবাইল দিয়ে ডেক্সটপ মুড বা মোবাইল মুড দিয়েও এই কাজ টি স্বাচ্ছন্দে করতে পারবেন। আসুন আজ আমরা মোবাইল দিয়েই ইনক্রিমেন্ট কপি বের করা শিখবো।

পে ফিক্সেশন বা ইনক্রিমেন্ট কপি বের করতে কি কি লাগবে?

  1. জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর
  2. মোবাইল ফোন নম্বর (অবশ্যই আপনার নিজের হতে হবে)।
  3. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুষাঙ্গিক সকল কাগজপত্র যেমন- নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (PDF/JPG ফরমেটে)
  4.  নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (PDF/JPG ফরমেটে)
  5. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
  6. প্রিন্ট করার ব্যবস্থা থাকতে হবে।

কম্পিউটার/মোবাইল দিয়ে কিভাবে ইনক্রিমেন্ট কপি করবেন?

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট  ধাপ ১

প্রথমেই চলে যাবেন Payfixation.gov.bd এই লিংক এG এই লিংক এ ঢোকার পর একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনার সামনে। এখানের সব গুলো ডাটা খুব মনোযোগ সহকারে পড়ে ফেলুন। একটাও বাদ দিবেন না। সব গুলো ডাটা ই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যখন কোন তথ্য দিবেন সব সময় ডাবল চেক করে নিবেন কোথাও ভুল হচ্ছে কিনা। না হলে আবার বিপদে পড়তে পারেন কারণ এই পে ফিক্সশন কেন্দ্রীয়ভাবে ছাড়া বাতিল করা যায় না। এবার ক্লিক করে দিন পরবর্তী ধাপ বাটনে।

মোবাইল দিয়ে ইনক্রিমেন্ট বের করবেন

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ২

আপনি কিছু জরুরী নির্দেশনা পাবেন। লাল চিহ্নিত অপশনে টিক দেওয়ার আগে সব গুলো লেখা সাবধানতা পড়ে নিবেন দয়া করে। তারপরে পরবর্তী চেপে দিবেন।

ইনক্রিমেন্ট কি?

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ৩

আপনাদের জন্য একটা নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশ টাকে ভালভাবে পড়ে হ্যাঁ বাটনে চাপ দিয়ে দিন। এখানে মূলত কিছু ইনস্ট্রাকশন রয়েছে যা খুবই জরুরি।

ইনক্রিমেন্ট ফিক্সেশন

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ৪

আপনি দেখতে পারবেন বিভিন্ন অপশন। প্রথমে পাবেন চলমান , নতুন নিয়োগ, নতুন নিয়োগ (বেতন সংক্রান্ত), পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, জাতীয়করণ মাধ্যমিক কলেজ , উচ্চতর গ্রেড ও সবশেষ ইনক্রিমেন্ট। আমি এখানে ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি তাই আমি ইনক্রিমেন্ট সিলেক্ট করেছি। আপনি আপনার কাঙ্ক্ষিত অপশন বা ধরন অনুযায়ী সিলেক্ট করবেন।

অনলাইন বেতন নির্ধারণ

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ৫

ইনক্রিমেন্ট সিলেক্ট করার পড়ে আপনি আরও ৫ টি ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ পাবেন। বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি ও জুডিশিয়াল। আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরি সিলেক্ট করে ফেলুন। যদি সিভিল এ হউন তবে বেসামরিক সিলেক্ট করুন।

অনলাইন বেতন নির্ধারণী

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ৬

প্রথম অপশনে থাকবে আপনার ন্যাশনাল আইডি নং খুব সুন্দর করে দেখে মিলিয়ে পূরন করবেন যাতে ভুল ইনপুট না হয়। আপনাকে আপনার অফিস এ জয়েন করার সময় একটি ভেরিফিকেশন কোড দিয়ে দেয়া হবে, আপনি যদি কোডটা না জানেন বা ভুলে যান সেক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান এর হিসাব বিভাগে থেকে জানতে পারবেন।

এবার আপনার ভেরিফিকেশন কোড টি ২নং বক্স এ দিয়ে দিবেন। এবার আসবে আপনি যে রোবট নন, আপনি যে একজন মানুষ তার প্রমাণ এর পালা মানে আপনাকে ক্যাপচা পূরন করতে হবে। ক্যাপচা গুলো সধারনত ইংরেজি বর্ণ ও সংখ্যার সংমিশ্রনে তৈরি হয় অনেক ক্যপচা বড় হাতের অক্ষর ব্যবহার করে থাকে তাই সেটা খেয়াল রাখবেন।

ব্যাস এবার আপনার কাজ শেষ লগিন বাটনে চাপ দিয়ে দিন। এবার নিচে আরও দুটি নীল রঙের বাটন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে Try Another এবং Forgot Verification Number এখানে  প্রথম বাটন টি কাজে লাগবে আপনার যখন আপনি ক্যাপচা ভুল করবেন। পুনরায় নতুন ক্যাপচা লোড করতে ওই বাটন টি ব্যবহার করুন। দ্বিতীয় বাটন টি আপনার ভেরিফিকেশন কোড টি ভুলে গেলে ফিরে পেতে ক্লিক করবেন।

অনলাইন বেতন নির্ধারণী লগ ইন

পে ফিক্সশন বা ইনক্রিমেন্ট ধাপ ৬

সর্বশেষ ধাপে আপনার ফোন নাম্বারে একটি One Time Password ( OTP ) যাবে। আপনার কাঙ্ক্ষিত ওটিপি টি বক্স এ দিয়ে সাবমিট করে দিন এবং অপেক্ষা করুন। এরপরেই আপনি পেয়ে যাবেন ইনক্রিমেন্ট দেখার ড্যাসবোর্ড।

এখানে আপনি ১-৭-২০২৪ সিলেক্ট করুন বা আগের যে কোন বছর সিলেক্ট করে GO ক্লিক করুন। তাহলে আপনার নাম পদবী ইত্যাদি তথ্য দেখতে পাবেন। জি হ্যা এভাবেই আপনি খুব সহজে আপনি নিজেই নিজের ইনক্রিমেন্ট কপি বা সনদ বা ফরম ডাউনলোড করে ফেলতে পারবেন।

Payfixation gov bd – ইনক্রিমেন্ট কপি ২ মিনিটে মোবাইল দিয়ে বের করুন

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *