online gpf account balance check । Ibas++ gpf balance check । bas++ gpf statement 2022-23 । ibas++ অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম
অনলাইন হতে একজন সাধারণ মানুষও জিপিএফ চেক করতে পারেন – সাধারণ মানুষ বলতে অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে – জিপিএফ চেক করার নিয়ম
জিপিএফ মুনাফা চেক করুন – না। মুনাফা চেক করার কিছু নেই। অনলাইনে মুনাফা হিসাব অটো হয় বলে এখানে ভুল হওয়ার কোন সুযোগ নেই। তবে প্রারম্ভিক জের সঠিক এন্ট্রি নিশ্চিত করতে হবে। মাসিক চাঁদাগুলো ঠিক মত জমা হয়ে থাকলে মুনাফা ও সমাপনী জের ঠিক আছে ধরে নিতে হবে।
সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ প্রত্যেক অর্থ বছরের শেষে জুলাই মাসে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) স্লিপ হিসাবরক্ষণ অফিস হতে সংগ্রহ করে থাকে । সরকারি হিসাব ব্যবস্থা ডিজিটালাইজ এর অংশ হিসেবে এখন যে কোন সময় যে কোন জায়গা হতে নিজে নিজে অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায় অথবা online gpf account balance checkকরা যাবে এবং GPF account slip print করা যাবে।
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ন হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। বর্তমানে জিপিএফ ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে।
জিপিএফ হিসাব চেক করুন অনলাইনে / যে কোন স্কিমই জিপিএফ হতে খারাপ তাই জিপিএফ এ সর্বোচ্চ জমা নিশ্চিত করুন।
online gpf account balance check । Ibas++ gpf balance check । bas++ gpf statement 2021-22 । ibas++ অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২২
Caption: online gpf account balance check । Ibas++ gpf balance check । bas++ gpf statement 2022-23 । ibas++ অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম
জিপিএফ অনলাইনে চেক করার নিয়ম
- কম্পিউটার বা মোবাইলের Firefox বা Google Chrome ব্রাউজার থেকে www.cafopfm.gov.bd লিখে ভিজিট করুন। উপরের চিহ্নে উল্লিখিত GPF Information (জিপিএফ ইনফর্মেশন) অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।
- আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন। Fiscal Year অপশন থেকে যে অর্থবছরের হিসাব দেখতে চান তা সিলেক্ট করেন। এবার Submit বাটনে ক্লিক করুন।
- Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি হচ্ছে ভেরিফিকেশন নম্বর জিপিএফ যেহেতু খুবই গোপনীয় বিষয় তাই আপনার মোবাইলে ওটিপি পাঠিয়ে যাচাই করা হয়। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন। পরের পেইজে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ তথ্য দেখতে পাবেন। তার নিচে একটি ছকে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন।
- আপনি চাইলে, উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না। তবে চাইলে আপনি এটি Save as PDF ক্লিক করে সেইভ করে কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারেন। অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম । জিপিএফ ব্যালেন্স চেক
ঘরে বসেই জিপিএফ চেক করা যায়?
জি। আপনি যেখানেই থাকুন না কেন আপনার মোবাইল একটিভ থাকলে আপনি ঘরে বা রাস্তায় যেখানেই থাকুন না কেন, জিপিএফ চেক করতে পারবেন। নিচের ভিডিও দেখে আপনি নিজে নিজেই প্রতিমাসে আপনার জিপিএফ চাঁদা জমা হয়েছে কিনা চেক করতে পারেন। এখন cafopfm এই লিংক ভিজিট করে উপরের নির্দেশনা বা ভিডিওতে দেখানো নির্দেশনা অনুসরণ করতে পারেন। জিপিএফ ব্যালেন্স চেক । GPF Online Checking System 2022