MP List 2024 । এপি হলেন যারা তালিকা দেখুন
সূচীপত্র
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকাসমূহ হইতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে – 12th parliament MP 2024
এমপি বলতে কি বুঝায়?– সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসি ভাষায় সংসদ সদস্যকে দেপ্যুতে (député) নামে অভিহিত করা হয়। সংসদ সদস্য (এমপি) হল সেই ব্যক্তি যিনি একটি নির্দিষ্ট এলাকায় (নির্বাচনে) বসবাসকারী সকলের দ্বারা নির্বাচিত হন যা তাদের প্রতিনিধিত্ব করার জন্য হাউস অফ কমন্সে।
বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান কে? বাংলাদেশের জাতীয় সংসদ নেতৃত্বদানকারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ নেতা শেখ হাসিনা। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৩ নং আসন। সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য আইন-প্রণয়ন বিশেষতঃ রাষ্ট্রীয় আইন ও নাগরিক অধিকার প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ অর্থে নির্দিষ্ট সংসদ কিংবা জাতীয় সংসদের সদস্যই এমপি বা সংসদ সদস্য হিসেবে আখ্যায়িত হন।
আগের সরকার কখন বাতিল হয়? সংসদ সদস্যদের মেয়াদকাল ও শপথ নিয়ে সংবিধানে কিছু অস্পষ্টতা রয়েছে। এক্ষেত্রে দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ সংসদের নব নির্বাচিত সদস্যরা শপথ নিতে পারবেন কিনা, তা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। তবে, সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, আগেভাগে শপথ নিতে আইনি কোনও বাধা নেই। এক্ষেত্রে আগের (দশম) সংসদ আপনা-আপনি বিলুপ্ত হয়ে যাবে।
12th parliament MP List 2024/ সংসদ সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী । জাতীয় সংসদের কাজ কি
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্বারা তফসিলে উল্লিখিত জাতীয় সংসদের নির্বাচনি এলাকাসমূহ হইতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।
Caption: MP List and Details Address Full PDF Download
জাতীয় নির্বাচন ২০২৪ । দ্বাদশ জাতীয় নির্বাচনে কোন কোন এলাকার নেতা এমপি হলেন?
- কক্সবাজার-১ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
- কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক
- সাইমুম সরওয়ার
- কক্সবাজার-৩ কমল
- কক্সবাজার-৪ শাহীন আক্তার
- খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা
- রাঙ্গামাটি দীপংকর তালুকদার
- বান্দরবান বীর বাহাদুর উ শৈ সিং
- পঞ্চগড়-১ মোঃ নাঈমুজ্জামান ভুইয়াঁ
- পঞ্চগড়-২ মোঃ নূরুল ইসলাম সুজন
- ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
- ঠাকুরগাঁও-২ মোঃ মাজহারুল ইসলাম
- ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহম্মেদ
- দিনাজপুর-১ মোঃ জাকারিয়া
- দিনাজপুর-২ খালিদ মাহ্মুদ চৌধুরী
সংসদে উপনেতা কে?
সংসদ উপনেতা হলেন বাংলাদেশের জাতীয় সংসদ শাসক দলের উপনেতা। সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম সংসদ উপনেতা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং বর্তমান সংসদ উপনেতা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী। সংসদ উপনেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার সমান।