integrated budget and accounting system । হিসাবরক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল
সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইতােমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting | System, iBAS++) এর আওতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। ইতােমধ্যে এসকল দপ্তরে iBAS++-এর বাজেট বাস্তবায়ন মডিউল সফলভাবে চালু করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়,
অর্থ বিভাগ
বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-৩
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০১.১৫-৪৩৮; তারিখঃ ১৪ নভেম্বর ২০১৭
পরিপত্র
বিষয়ঃ iBAS++-এর হিসাবরক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল অপশন চালুকরণ প্রসঙ্গে।
সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইতােমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting System, iBAS++) এর আওতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। ইতােমধ্যে এসকল দপ্তরে iBAS++-এর বাজেট বাস্তবায়ন মডিউল সফলভাবে চালু করা হয়েছে। এছাড়া, অধিক iBAS++-এর হিসাবরক্ষণ মডিউলের বাস্তবায়ন কার্যক্রম আরম্ভ হয়েছে। এ পদ্ধতির সামগ্রিক সুবিধা গ্রহণের লক্ষ্যে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় পর্যন্ত বরাদ্দ বণ্টন, বিস্তারিত বিভাজন, অর্থছাড়, পুনঃউপযােজন, বিল দাখিল, ইত্যাদি বিষয়ে iBAS++-এর হিসাব রক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল অপশন চালু করা হবে।।
০২। বর্ণিত প্রেক্ষাপটে, উপজেলা হিসাব রক্ষণ কার্যালয় পর্যন্ত iBAS++-এর হিসাব রক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল অপশন চালু করার স্বার্থে সকল মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তরসমূহকে (বিভাগীয়, জেলা, উপজেলা) তাদের বরাদ্দ বন্টন/বিভাজনপূর্বক iBAS++ সিস্টেমে জরুরিভিত্তিতে এন্ট্রি করার জন্য অনুরােধ করা হলাে। নতুবা iBAS++-এর হিসাব রক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল অপশন চালু করা হলে ঐসব দপ্তরের বিল হিসাবরক্ষণ অফিসের সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ‘অপর্যাপ্ত বরাদ্দ মন্তব্যসহ ফেরত প্রদান করবে। ফলে ঐসকল সরকারি দপ্তরের আর্থিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে বিঘ্ন সৃষ্টি হবে।
স্বাক্ষরিত/(মােঃ হাবিবুর রহমান)
যুগ্মসচিব
ফোনঃ ৯৫৭৬০৪৩
ইমেইলঃ habiburr@finance.gov.bd
integrated budget and accounting system । হিসাবরক্ষণ মডিউলের বাজেট কন্ট্রোল: ডাউনলোড