ibas++ Education Allowance Adding Process । সন্তানের শিক্ষা সহায়ক ভাতা যুক্ত করার নিয়ম

সাধারণ ইএফটি ফরম পূরণ করার সময়ই সমস্ত তথ্য নিয়া হয়েছে। আপনি আপনার সন্তান জন্ম নিবন্ধন দাখিল করেছেন। যদি আপনার সন্তানদের জন্ম নিবন্ধন দাখিল না করে থাকেন তবে হিসাবশাখায় জন্ম নিবন্ধন জমা দিন। অনলাইনে আইবাস++ এ গিয়ে মাস্টার ডাটায় পরিবর্তন আনলেই শিক্ষা ভাতা যুক্ত হয়ে যাবে।

আইবাস++ সন্তানের জন্ম নিবন্ধন এন্ট্রি

আপনার সন্তানের বয়স ৫ বা ৫ এর কম হলেও তথ্য আইবাস++ প্রথমে এন্ট্রি দিন। আইবাস++ তথ্য এন্ট্রি দেওয়া থাকলে অনলাইনে Salary Information গিয়ে এনআইডি দিয়ে ঢুকে Educational Allowance Entry করতে হবে। এন্ট্রি করা থাকলে Edit এ গিয়ে Just Update করে দিন। ব্যাস শিক্ষা ভাতা আরও একটি সন্তানের জন্য যুক্ত হয়ে গেল।

How to add education allowance to ibas++

Educational allowance in ibas++

Caption: Just Edit master data of DDO iD

শিক্ষা যুক্ত করার নিয়ম

প্রথমে আইবাস++ এ ডিডিও আইডি দিয়ে লগিন করুন। তারপর Master Data>Employee Salary Information>Education allowance>Edit and Update ব্যাস হয়ে গেল। তবে মনে রাখতে হবে যে, মাস্টার ডাটায় নিচের স্ক্রীনে জন্ম তারিখ এন্ট্রি দেওয়া থাকতে হবে বা এন্ট্রি দিতে হবে।

জন্ম নিবন্ধন আইবাস++ এ এন্ট্রি

মাস্টার ডাটায় Employee Basic Information গিয়ে নেক্সড এ গিয়ে বা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে সন্তানের জন্ম নিবন্ধন এন্ট্রি করতে হবে।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 311 posts and counting. See all posts by ibas2

2 thoughts on “ibas++ Education Allowance Adding Process । সন্তানের শিক্ষা সহায়ক ভাতা যুক্ত করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *