সর্বশেষ প্রকাশিত

ibas++ Tax Adjustment by etaxnbr । সরকারি কর্মচারীদের কর্তনকৃত আয়কর অনলাইনে সমন্বয় করা যাবে কি?

ibas++ হতে কর্তনকৃত আয়কর অনলাইনে এড করে রিটার্ন দাখিল করা যায়- শুধু আইবাস++ নয়, সঞ্চয়পত্রের আয়করও সমন্বয় করা যাবে – ibas++ Tax Adjustment by etaxnbr

অগ্রিম কর্তনকৃত আয়কর সমন্বয় করা যাবে? হ্যাঁ– ১ জুলাই ২০২২ – ৩০ জুন ২০২৩ সময়ে যে উৎসে কর ও AIT পরিশোধ করেছেন তা যেভাবে আপডেট করবেন।উৎসে কর আপডেটের জন্য বামপাশের ‘Claim Source Tax’ মেনুতে ক্লিক করুন। আপনার উৎসে কর যে ক্যাটাগরীতে পড়ে সেটা সিলেক্ট করুন। যেমন, আপনি আইবাস বেতন বিলের বিপরীতে উৎসে কর প্রদান করে থাকলে iBAS++ (Salary)’ সিলেক্ট করুন। এবার ‘TDS Claim’ ফিল্ডে পরিশোধিত উৎসে করের অংক ইনপুট দিন এবং ‘Save’ বাটনে ক্লিক করুন। নীচের আউটপুট লাইনে ভেরিফাইড উৎসে করের অংক দেখা যাবে। আউটপুট লাইনে উৎসে করের অংকে কোনো পরিবর্তন চাইলে ‘edit’ আইকনে ক্লিক করুন এবং উপরের ‘TDS Claim’ ফিল্ডে পরিবর্তিত অংক ইনপুট দিন। আউটপুট লাইনে উৎস করের কোনো লাইন সম্পূর্ন বাদ দিতে চাইলে ‘delete’ আইকনে ক্লিক করুন। উৎসে করের ভেরিফিকেশন পর্ব শেষ হলে মেনুর নীচের অংশে থাকা ‘Tax Payment Status’ সিলেক্ট করে আপনার ভেরিফাইড উৎস করের হিসাব দেখে নিন। কাজ শেষ হলে ‘Go to eReturn’ সিলেক্ট করুন এবং eReturn সিস্টেমে গিয়ে বাকী কাজ সম্পন্ন করুন। AIT এর ভেরিফিকেশন গাইডলাইন পর্যায়ক্রমে যোগ হবে।

উৎসে কর কর্তনকারীর সাথে অনলাইনে সংযুক্ত হয়ে উৎস করের অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হয় বিধায় ভেরিফিকেশন প্রসেসে সাধারণভাবে কয়েক সেকেন্ড এবং কোনো কোনো ক্ষেত্রে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। • অনেক উৎসে কর এবং AIT এর ক্ষেত্রে আদায়কারী সিস্টেমের সাথে সংযুক্তির কাজ চলমান রয়েছে। অনলাইন সংযুক্তি এখনও সম্পন্ন না হওয়ার কারণে আপনার উৎসে পরিশোধিত করের সব তথ্য ‘Verified Tax Payment’ হিসেবে প্রদর্শিত নাও হতে পারে। সেক্ষেত্রে অনলাইন রিটার্ন দিতে না চাইলে আপনি সিস্টেম থেকে অফলাইন (পেপার) রিটার্ন বানিয়ে নিতে পারেন। অফলাইন (পেপার) রিটার্নের জন্য ‘Go to eReturn’ সিলেক্ট করে ই-রিটার্ন সিস্টেমে গিয়ে ‘Tax & Payment’ অংশে ‘Proceed to offline (paper) return’ বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন সিস্টেমে তৈরি নির্ভরযোগ্য অফলাইন (পেপার) রিটার্ন।

ই রিটার্ন দাখিল করেছেন? হ্যাঁ। ই রিটার্ন দাখিল করা হলেও তা আপনি অনলাইনে অথবা যে কেউ আপনার রিটার্ন দাখিল করা সম্পন্ন হয়েছে কিনা তা চেক করতে পারবেন। E-return verify লিংকে ক্লিক করে আপনি বা অন্য যে কেউ শুধুমাত্র টিআইএন নম্বর ব্যবহার করে চলতি বা পূর্বের অর্থ বছরে রিটার্ন দাখিল করেছেন কিনা তা সহজেই যাচাই বা চেক করতে পারবে।

Return slip check bd । রিটার্ন রশিদ অনলাইনে চেক করার নিয়ম দেখুন

দাখিল করার রিটার্ন কি চেক করা যায়? হ্যাঁ – যে কেউ এখন অনলাইন আপনার টিআইএন নম্বর দিয়ে যাচাই করতে পারবে যে, আপনি রিটার্ণ দাখিল করেছেন কিনা। এখন থেকে খুবই সহজেই আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা এনবিআর’এর ওয়েব সাইট থেকে যাচাই করতে পারবে। রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ verification.taxofficemanagement.gov.bd

ibas++ Tax Adjustment by etaxnbr । সরকারি কর্মচারীদের কর্তনকৃত আয়কর অনলাইনে সমন্বয় করা যাবে কি?

Caption: https://ledger.etaxnbr.gov.bd

Income Tax return verification 2023 । আয়কর রিটার্ন অনলাইনে সম্পন্ন বা সফল হয়েছে কিনা তা চেক করার নিয়ম

  1. প্রথমে আপনি etaxnbr লিখে গুগল করুন।
  2. সার্চ রেজাল্ট থেকে e-Return লিংকে ঢুকতে হবে।
  3. E-return Verify লিংকে ক্লিক করতে আপনার টিআইএন নম্বর দিন।
  4. কর বর্ষ সিলেক্ট করুন।
  5. ক্যাপচা এন্ট্রি করুন।
  6. Verify ক্লিক করলেই দেখাবে আপনি রিটার্ন দাখিল করেছেন কিনা বা আপনার সাবমিশন সফল হয়েছে কিনা।
  7. Done

রিটার্ন দিয়েছি কিনা তা ভেরিফাই করলে কি লেখা দেখাবে?

রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে – Verify ক্লিক করলে “Return has been submitted for the assessment year 2022-2023” দেখালে বুঝবেন রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে। আর দাখিল যদি না করে থাকে বা এন্ট্রি না হয়ে থাকে তবে Return has been not submitted for the assessment year 2022-2023. রিটার্ণ স্লিপ গ্রহণের সময় অবশ্যই রিটার্ণ দাখিল সঠিকভাবে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা তা চেক করে স্লিপ নিন।

E return Sign up । ই রিটার্ণ রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৩ Online verify return by TIN । অনলাইনে টিন সার্টিফিকেট দিয়েই রিটার্ণ দাখিল যাচাই করুন
টিনধারীদের অনলাইনে জিরো রিটার্ণ দাখিল করার পদ্ধতি । Online Zero Return Step by Step 2023-24 Online Police Verification । পুলিশ ভেরিফিকেশন পাওয়ার শর্ত কি?

ব্যক্তিগত সম্পদের হিসাব সরকারকে দিতে হবে?

রিটার্ন আইটি ১১গ (২০২৩) এর আইটি ১০বি (২০২৩) অংশে করদাতার পরিসম্পদ ও দায়ের বিবরণী রয়েছে। যে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিত শর্তাদি পূরণ করবেন তাদেরকে এই পরিসম্পদ ও দায়ের বিবরণী বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে, যথা:- করদাতা যদি গণকর্মচারী হন।  করদাতার দেশে ও বিদেশে অবস্থিত মোট পরিসম্পদের মূল্য ৪০,০০,০০০ টাকার অধিক হলে, করদাতার মোট পরিসম্পদের মূল্য ৪০,০০,০০০ টাকার কম অথচ আয়বর্ষের কোন সময় মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছেন অথবা বিদেশে কোন পরিসম্পদের মালিক হয়েছেন অথবা কোন কোম্পানীর শেয়ারহোল্ডার পরিচালক হয়েছেন।

ই-রিটার্ন জমা দেওয়ার নিয়ম ২০২৩ । অনলাইনে রিটার্ন জমায় ডকুমেন্ট যা যা লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *