ibas++ Officer’s GPF Subscription correction
ibas++ is a very effective and flexible accounting system. GPF is under ibas++ system which is needed to correction on approved information. A DDO Can change or update GPF Subscription Fee or Entry Nominee information. ibas++ GPF balance correction is available on master data of ibas++.
gpf subscription increase করতে হলে যে কোন ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এর সাহ্যয্যে ibas++ system এ লগিন করতে হবে। অবশ্যই ডিডিও আইডি হতে হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আইবাস++ এ ক্যাপচা এন্ট্রি করে প্রবেশ করতে হবে। যদি এসডিও কর্মকর্তা হন তবে নিজের আইডিতে লগিন করবেন।
GPF General provident fund এর চাঁদা কম/বেশি করার জন্য অবশ্যই Budget Execution এ ক্লিক করে ঢুকতে হবে। আইবাস++ এ ৩টি অপশন or Modules Accounting, Budget Execution and Security.
ibas++ এ ঢুকার পর Budget Execution এ গিয়ে Master Data তে ক্লিক করতে হবে। GPF subscription বৃদ্ধি করার জন্য Budget Execution অপশনে এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
জিপিএফ কম/বেশি করার জন্য Bill submission অপশনে ক্লিক করলে অর্থ বছর এবং মাসের নাম Select করে GO option এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
Gpf correction অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে। যেখানে জাতীয়পরিচয়পত্র নম্বর, কর্মকর্তার নাম, অফিসের নাম, জিপিএফ নম্বর, মূল বেতন, GPF Subscription Amount থাকবে। আপনাকে সাবস্ক্রিপশন পরিবর্তন করতে হবে।
এই পেইজে Subscription অপশনে ক্লিক করে জিপিএফ কম/বেশি করা যাবে। অতপর Save এ ক্লিক করে বেরিয়ে ব্যাস শেষ আপনার কাজ। ১ জুলাই ২০২১-২০২২ অর্থ বছরের কর্মকর্তাদের জিপিএফ কম/বেশি করার পদ্ধতি নিচের ভিডিও থেকে দেখে নিতে পারবেন।