TA DA IBAS++ Bill Form । টিএ/ডিএ আইবাস++ ফরম্যাট Word ফাইল সংগ্রহ করুন

সরকারি কর্মচারীদের ভ্রমণ বিল নিজ এনআইডি, জন্ম তারিখ ও মোবাইল নম্বর ব্যবহার করেই আইবাস++ হতে টিএ/ডিএ বিল দাখিল করতে হবে-ডিডিও অনুমোদন করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবেন-TA DA IBAS++ Bill Form

প্রথমেই আমরা বের করে নিবো রংপুর থেকে ঢাকার দূরত্ব কত? চলুন গুগল করি। দূরত্ব ২৯৮ কি:মি:। চলুন দেখে নিই আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি। যেহেতু গ্রেড ১১ তাই তৃতীয় ক্যাটাগরির কর্মচারী। সে হিসেবে দৈনিক ভাতা ঢাকার জন্য আসবে ৭০০ টাকা এবং সাথে ৩০% অতিরিক্ত ব্যয় বহুল এলাকার জন্য। ভ্রমণ ভাতা ২০০ কি: মি: এর তদুর্ধ্ব বা উপরে হওয়ার কারণে ক্যাটাগরি-৩ অনুসারে ৬ টাকা। যে কোন প্রকার যানবাহনেই যাতায়াত করুন কেন দূরত্বকে হার দিয়ে গুন করতে হবে। ভ্রমণ বিল ফরম

এখন আমরা বিল হিসাব করবো। ২ দিন অবস্থানের জন্য অবস্থান ডি/এ বা দৈনিক ভাতা হবে ৭০০+৩০% = ৯১০ টাকা হারে ৯০০*২ = ১৮০০ টাকা। আগমন ও প্রস্থানের জন্য ১/২+১/২ আরও ১টি ডিএ পাবেন। তাহলে সর্বমোট ১৮০০+৯০০ = ২৭০০ টাকা। এখন দূরত্ব অনুসারে ভ্রমণ ভাতা ২৯৮*৬ = ১৭৮৮ টাকা করে আপ এবং ডাউন অর্থাৎ যাওয়া এবং আসার জন্য ১৭৮৮*২ = ৩,৫৭৬ টাকা। তাহলে সর্বমোট টিএ ডিএ বা  ভ্রমণ ভাতা বিল হবে ২৭০০+৩৫৭৬ = ৬,২৭৬ টাকা। এভাবে ঢাকা যাতায়াত বা ট্রেনিং বাবদ ভ্রমণ বিল তৈরি করতে হবে। ভ্রমণ বিল ফর্ম কিভাবে পূরণ করবেন তা আরেকটি পোস্টে জানিয়ে দেয়া হবে। New TA DA Bill PDF Form টিএ/ডিএ নতুন বিল ফরম ।

নতুন টিএডিএ অনলাইন পদ্ধতি কি সারা দেশে কার্যকর হয়েছে? না। এটি পরীক্ষামূলক বা পাইলটিং ভাবে চালু করা হয়েছে। আইএমইডি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সরকারি দপ্তরসমূহে ০১/১০/২০১২খ্রি. তারিখ হতে ৩১/১০/২০২২খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাইলটিং করা হবে। উল্লিখিত বিভাগ/দপ্তরের কর্মচারীগণকে iBAS++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত এমণ ভাতা বিল দাখিল করতে হবে। ভ্রমন ভাতা বিধিমালা ২০২২ । দৈনিক ভাতা, ভ্রমণ ও বদলিজনিত ভাতার নতুন হার

টিএ বিল সরকারি কর্মচারীকেই দাখিল করতে হবে / ডিডিও শুধু বিল এ্যাপ্রুভ করে ফরওয়ার্ড করবে

পূর্বের থেকে এখন বিল করা আরও সহজ হয়ে গিয়েছে। আপনি এখন কর্মকর্তা বা কর্মচারীদের বিল করবেন খুব সহজেই।

Ibas File TA DA TRAnsfer

Caption: Word file Download Link

TA/DA Bill Instruction । ভ্রমণ ব্যয়ের বিল প্রস্তুতের জন্য নির্দেশাবলি

  1. বিভিন্ন ভ্রমণ ও যাত্রাবিরতি একই লাইনে লেখা যাবে না।
  2. স্থায়ী ভ্রমণ ভাতা ব্যয়ের বিলের সঙ্গে না গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতনের সাথে গ্রহণ করতে হবে।
  3. কোন বিলের মোট পরিমাণের সাথে যে কোন একটি ভ্রমণের ক্ষেত্রে কোন কিলোমিটারের অংশবিশেষের জন্য দাবি করা চলবে না।
  4. ভ্রমণ ব্যয় বিলের প্রথম দফা যাত্রাবিরতি হলে ঐ যাত্রাবিরতি শুরুর তারিখ” মন্তব্য” কলামে লিখতে হবে।
  5. যদি দৈনিক ভাতা, সড়ক পথে ভ্রমণের জন্য দাবি করা হয়, যত কিলোমিটার ভ্রমণ করা হয়েছে তা লিখতে কলাম ১৩ এবং বিস্তারিত ভাতা ১৫ হতে ১৮ কলামে লিখতে হবে।
  6. বদলি ক্ষেত্রের ভ্রমণ ব্যয়ের অগ্রিম , অগ্রিমের সমন্বয় ও চূড়ান্ত হিসাব ভু্ক্তির ক্ষেত্রে এই ফরম বব্যহৃত হলে নিম্নলিখিত কোড ব্যবহার করতে হবে:
  7. (ক) বদলিজনিত অগ্রিম (সমন্বয়যোগ্য) ৭২১৩১০২
  8. (খ) বদলিজনিত বেতন অগ্রিম (আদায়যোগ্য) ৭২১৩১০৫
  9. * গৃহীত অগ্রিম উত্তোলনের ৬ মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে (যা আগে হবে) সমন্বয় করতে হবে।

টিএ / ডিএ রুলস কি?

ভ্রমণ ভাতা শ্রেণী অনুসারে নির্ধারিত ছিল বর্তমানে তা গ্রেড ভিত্তিক ক্যাটাগরি করে পুন:নির্ধারণ করা হল। পূর্বে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী কিন্তু বর্তমানে শ্রেণী উঠিয়ে দিয়ে ক্যাটাগরি তৈরি করা হয়েছে। প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ ২০২২ মোতাবেক দৈনিক ভাতা সর্বনিম্ন ৪০০ এবং সর্বোচ্চ ১৪০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকা রাখা হয়েছে। নতুন হিসেবে ময়মনসিংহ, কক্সবাজার, নারায়গঞ্জ যুক্ত করা হয়েছে। বিমান যোগে ভ্রমণের জন্য প্রতি কি:মি ৩০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে এবং লঞ্চ/সড়ক ও রেলপথে ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ক্যাটাগরি ২ এ ২০০ কি:মি: এর নিচের জন্য প্রতি কি:মি: ১৫ টাকা হারে এবং উর্ধ্বের জন্য ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নিম্নগ্রেড ক্যাটাগরি ৩ ও ৪ এর জন্য ২০০ কি:মি: আগ পর্যন্ত ৮ টাকা এবং উপরের জন্য ৬ টাকা ধরা হয়েছে। নিম্নগ্রেড ক্যাটাগরি ৪ অনুসারে একাকী ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা প্যাকিং চার্জ পূর্বে যা ৪০০ টাকা ছিল। স্ব পরিবারের ভ্রমণের ক্ষেত্রে প্যাকিং চার্জ ৬০০ টাকা করা হয়েছে। অন্যদিকে মাইলেজ পূর্বে ছিল ১.৫ টাকা (প্রতি কি:মি:) যা বর্তমানে ৮ টাকা প্রতি কি:মি: নির্ধারণ করা হয়েছে।

   
   
   

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *