iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

Ibas++ runTime । ৯টা টু ৬ টার পর কি আইবাস++ এ কাজ করা যাবে না?

আইবাস++ এ দেখানো নির্দেশনামতে ৯-৬টা পর্যন্ত সিস্টেমে কাজ করা যাবে-হয়তো নিরাপত্তার সুবিধার্থে এমনটি করা হয়েছে – Ibas++ runTime

সাধারণ ইউজারগণ কি বলছেন? –সিদ্ধান্তটা যুক্তিযুক্ত হলো না, অনলাইন সার্ভার চালু থাকবে ২৪/৭। মাত্র ৯ ঘন্টা সার্ভার টাইম দেয়া থাকলে সার্ভার বিজি হয়ে যাবার সম্ভাবনা বেশি। যদি অফিস টাইমকে বিবেচনা করা হয়, তাহলে শুক্র-শনিবার কি অফ থাকবে? তাহলে তো আরো সমস্যা। তবে কর্তৃপক্ষ অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নিবেন আমরা এটাই বিশ্বাস করি। তথ্যসূত্র দেখুন

জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত বাজেট বরাদ্দ অনুযায়ী ব্যয় নির্বাহের জন্য iBAS++-এর বাজেট Published অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তরের অধীন কার্যালয়সমূহকে অবহিতকরণপূর্বক বাজেট কর্তৃত্বপ্রদান ( Authorization) করা হয়। iBAS++ এর মাধ্যমে বাজেট প্রণয়নকারী কার্যালয়সমূহ Budget Published হওয়ার সাথে সাথে বরাদ্দ পেয়ে থাকে এবং তা ব্যয় নির্বাহের উপযোগী হয়। আবার iBAS++ এর মাধ্যমে বাজেট প্রণয়ন করা হয়না এমন মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ বা অধিদপ্তর কর্তৃকIBAS++ এর বাজেট বিতরণ (Distribution) অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট কার্যালয়ের অনুকূলে বাজেট বরাদ্দ প্রদান করা হয় এবং বাজেট বরাদ্দের আদেশের হার্ডকপি সংশ্লিষ্ট দপ্তর ও হিসাবরক্ষণ কার্যালয়ে প্রেরণ করা হয়। আইবাস -++এ প্রবেশের নিয়ম | ibas++ login Process
বিগত ২০২১-২২ অর্থবছর হতে মাঠ পর্যায়ের বেশ কিছু কার্যালয়ের বাজেট iBAS++ এর মাধ্যমে প্রণয়ন করা হয়েছে এবং যথানিয়মে iBAS++ এর বাজেট Published অপশন ব্যবহার করে ১ জুলাই তারিখে স্বয়ংক্রিয়ভাবে উল্লিখিত কার্যালয়সমূহসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়কে অবহিতকরণপূর্বক বাজেট কর্তৃত্বপ্রদান ( Authorization) করা হয়। কিন্তু, কিছু কিছু হিসাবরক্ষণ কার্যালয় হতে পূর্বের ন্যায় বাজেট বরাদ্দের হার্ড কপি দাবী করে দাখিলকৃত বিল অনুমোদনে অপরাগতা প্রকাশ করা হয়েছে।

বন্ধের দিনও কি আইবাস++ ব্যবহার করা যাবে না? / আইবাস++ টিম এবং কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেনি

হয়তো আপনি খুব শিঘ্র বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

Ibas++ runTime । ৯টা টু ৬ টার পর কি আইবাস++ এ কাজ করা যাবে না?

Caption: ibas++ uses time table 9am-6 pm

iBAS++ এর নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এর ব্যবহারকারীদেরকে নির্দেশনা অনুসরণ করতে হবে

  • পাসওয়ার্ড সর্বদা গোপন করাতে হবে। কোনভাবেই সহকর্মী বা অন্য কোন ব্যক্তিকে পাসওয়ার্ড জানানো যাবে না। ছুটি জণিত বা অন্য কোন বিশেষ কারণে একজনের কাজ অপরজনকে করতে হলে সিজিএ কার্যালয়ের আইটি শাখার মাধ্যমে
  • সংশ্লিষ্ট ব্যবহারকারীর Permission পরিবর্তন করতে হবে;
  • কর্মস্থলে যে সব কম্পিউটারে iBAS++ ব্যবহার করা হয়, সে সব কম্পিউটারে যেন ভাইরাস বা বিভিন্ন ধরনের ম্যালওয়ার না থাকে সে জন্য এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে;
  • অনেক ক্ষেত্রে ওয়েব ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে চায়। এই ধরনের কোন বার্তা আসলে পাসওয়ার্ড সেভ করা থেকে বিরত থাকতে হবে;
  • কর্মস্থলের বাইরে (যেমন বাজারে, কম্পিউটার দোকানে, সাইবার ক্যাফেতে) যে সকল কম্পিউটার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত, সেগুলোতে iBAS++ ব্যবহার করা যাবে না। এ সকল কম্পিউটারে বিভিন্ন ধরনের ম্যালওয়ার থাকতে পারে, যা
  • ব্যবহারকারীর অজান্তে বা অসাবধানতায় ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারে যার ফলে পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হ্যাকিং হতে পারে;
  • ব্যবহারকারীর পাওয়ার বা দেখার কথা নয় লগ ইন করার পর এমন কোন মেনু দেখলে সাথে সাথে হেল্প ডেক্সকে অবহিত করতে হবে।
  • নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা রক্ষা করে অন্তত প্রতি তিন মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে;
  • পাসওয়ার্ড এমন কোন স্থানে লিখে রাখা যাবে না, যেখান থেকে অন্য কেউ জেনে যেতে পারে।

এখন কি ৯-৬ এর বাহিরে কাজ করা যাচ্ছে?

হ্যাঁ। আজও কাজ করা যাচ্ছে তবে এটি খুব বেশিদিন অব্যাহত নাও থাকতে পারে। কর্তৃপক্ষ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এটি ব্যবহার নিশ্চিত করবেন। আইবাস++ কে সাইবার এ্যাটাকের হাত হতে বাঁচাত হয়তো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিচ্ছে ব্যাপারটি এমনও হতে পারে।

iBAS++ এর নিরাপত্তা ২০২৩ । স্ট্রং পাসওয়ার্ড ও লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার না করার নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *