ibas++ 2021-2022
ibas++ integrated budget and Accounting System – বাজেট প্রণয়ন ও ব্যয় ব্যবস্থাপন সিস্টেম – ibas++ ব্যবহার পদ্ধতি
ibas++ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি পেমেন্ট ছাড়াও বাজেট প্রণয়ন এবং উন্নয়ন ও অনুন্নয়ন বাজেট ব্যয় ব্যবস্থাপনা আইবাস++ এর অন্যতম প্রধান কাজ। এ সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে অনলাইনে সকল গ্রহণ ও পরিশোধ কার্যক্রম সম্পাদিত হচ্ছে।
নির্বাচন কমিশন, জন্ম নিবন্ধন, পে ফিক্সেশন ওয়েবসাইটগুলো আইবাস++ এর সঙ্গে যুক্ত করা হচ্ছে ফলে খুব সহজেই ডাটা ভেরিফাই করা সম্ভব হচ্ছে। কিছু তথ্য এন্ট্রি দিলে বাকি তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে। এতে জালিয়াতি বা সরকারি বাজেটের তছরোপ রোধ হচ্ছে।
আইবাস++ সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও পেনশনারদের মাসিক পেনশন প্রদান ছাড়াও সরকারি সকল কাজের সাথে ধীরে ধীরে যুক্ত করা হচ্ছে। সরকারি কাজে স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইবাস++ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইবাস++ এর কল্যাণ অনেক ভূয়া পেনশনার কমে গেছে এবং জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।
সরকারি কর্মচারীদের বেতন বিল দাখিল ২০২২ / বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি
এটি একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে তথ্য গুলো সুসজ্জিত ও সুবিন্যস্ত রয়েছে।
Caption: ibas++ Pay bill submission and Budget Management System
Features of ibas++ / https://ibas.finance.gov.bd
- Pay Bill
- GPF Account Opening
- Budget Execution
- GPF Subscriber Nominee Entry
- Service Management
- Reports
- Budget Utilization Reports
- Budget User Tracking Report
- Progress Report (Budget Vs Actual)
- Staff Bill
- Employee Reports(Staff)
- Pay Bill Reports
পেনশন কার্যক্রমে কি এটি কোন অবদান রাখছে?
জি। আইবাস++ ব্যবহারের ফলে লাইনে দাড়িয়ে পেনশনারদের আর পেনশন তুলতে হয় না। ইএফটি’র মাধ্যমে প্রতিমাসে পেনশনারগণ পেনশন তুলতে পারছে। প্রতি ১১ মাসে একবার যে কোন হিসাবরক্ষণ অফিসে লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে পেনশন সচল করতে পারছে। প্রতিমাসের পেনশন ব্যাংক হিসাবে এসে জমা হচ্ছে যখন খুশি পেনশনারগণ তা চেক কেটে তুলতে পারছে।