iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

মোবাইল সিম NID এর অনুকূলে রেজিস্ট্রেশন নির্দেশনা ২০২৩ । iBAS++ সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে User ID নিষ্ক্রিয় ( Inactive) হয়ে যাবে

আপনার নামে নিবন্ধিত সিম/ রিম সংখ্যা এবং নাম্বার জানতে ডায়াল করুন *১৬০০১# – User registration এ ব্যবহৃত মোবাইল সিম NID এর অনুকূলে রেজিস্ট্রেশন নির্দেশনা প্রদান করা হয়েছে – মোবাইল সিম NID এর অনুকূলে রেজিস্ট্রেশন নির্দেশনা ২০২৩

Additional Sim Registration – ৩১ ডিসেম্বর ২০২২-এর এর মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে। যদি আপনি বাতিল না করেন তবে বিটিআরসি ইচ্ছামত সিম বাতিল করবে। আপনি পরে বা আগে কিনেছেন সেটি বিবেচনা করবে না। আইবাস++ এর মোবাইল নম্বরটি আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন না করা থাকলে আপনার নামে করে নিন। তা সম্ভব না হলে পরিবর্তন করে নিন।

iBAS++ এর সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)- এর মধ্যে Application Programing Interface (API) চুক্তি সম্পাদনের পর দেখা যায় যে, iBAS++ User registration এ ব্যবহৃত বহুসংখ্যক মোবাইল সিম NID এর অনুকূলে রেজিস্ট্রেশনকৃত নয় । অতি জরুরী ভিত্তিতে NID এর বিপরীতে মোবাইল সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করা না হলে বর্ণিত User ID তে এন্ট্রিকৃত সকল ডেটা ৩১-১২-২০২২ খ্রি. এর পর iBAS++ সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে User ID নিষ্ক্রিয় ( Inactive) হয়ে যাবে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে উক্ত সিম সমূহ NID এর অনুকূলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

১৫ই ডিসেম্বর ২০২২-এর এর মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে। আপনার নিকটস্থ মোবাইলফোন অপারেটর এর কাস্টমার কেয়ারে গিয়ে ১৫ টির অতিরিক্ত সিম সংখ্যা ডি-রেজিস্ট্রেশন (অনিবন্ধন) সম্পন্ন করুন।

ব্যাংক একাউন্টস তথ্য এন্ট্রির নির্দেশনা ২০২৩ / আইবাস++ একই সাথে দুটি নোটিশ ঝুলিয়েছে

অনলাইনে আবেদন পদ্ধতি –  https://ibas.finance.gov.bd/ibas2 হতে সংগ্রহ করা যাবে। iBAS++-এর ‘Stock-take of Bank Account’ সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য যথাযথভাবে এন্ট্রি করার জন্য, ইউজার ম্যানুয়াল ও যে কোনাে প্রয়ােজনে যােগাযােগের জন্য হেল্পডেস্ক প্রকৌশলীদের মােবাইল নম্বরসহ নামের তালিকা https://ibas.finance.gov.bd/ibas2 থেকে সংগ্রহ করা যাবে। আইবাস++ ব্যাংক হিসাবের তথ্য ২০২২ । অর্থ বিভাগের iBAS++ এ ‘Stock-take of Bank Account’ সাব-মডিউল প্রস্তুত করা হয়েছে

আইবাস++ ব্যাংক হিসাবের তথ্য ২০২২ । অর্থ বিভাগের iBAS++ এ ‘Stock-take of Bank Account’ সাব-মডিউল প্রস্তুত করা হয়েছে

আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম সংখ্যা দেখার উপায় ২০২৩ । আইবাস++ সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা দেখুন

  1. Dial *16001# (any mobile operators)
  2. Now enter the last 4 digits of your NID/National ID
  3. In the reply message, you’ll receive the numbers of registered SIM under the NID
  4. You will receive an sms with all of your Mobile Numbers.

ফোনে বা হেল্প লাইনে কল করে সিম বন্ধ অথবা অনলাইনে ক্যানসেল করার সুযোগ আছে কি?

না নাই। – যেকোন সিম স্থায়ীভাবে বন্ধ করার নিয়ম অনুযায়ী উক্ত সিমের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার জিপি সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। অনলাইনেও এমন কোন অ্যাপস নাই যে আপনি সেটি ব্যবহার করে বন্ধ করবেন। তবে জিপি সম্প্রতি জিপি সিমের মালিকা পরিবর্তনের জন্য আবেদনের সুযোগ দিয়েছে। তবুও আবেদনের শেষ পর্যায়ে আপনাকে কাস্টমার কেয়ারে যেতেই হবে।

বি:দ্র: রবি বা এয়ারটেল সিমের মালিকানা বা সিম বন্ধ একদিনে ৪-৭টি করতে পারলেও জিপি বা গ্রামীনফোন মাত্র ১টি সিম বন্ধ বা মালিকানা পরিবর্তন করতে পারবেন ৭২ ঘন্টার মধ্যে। ৭২ ঘন্টার মধ্যে ১টির বেশি সিম আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। তাই একাধিক জিপি সিম বন্ধ করতে চাইলে একাধিকবারই কাস্টমার সার্ভিসে যেতে হবে।

SIM Registration Check by SMS । NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *