বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৩ । বেসিক বৃদ্ধি হতে অনলাইনে কি ফিক্সেশন করতে হয়?
প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়-গড়ে ৫% বৃদ্ধি পায়-উপরের ধাপগুলোতে ৫% বৃদ্ধি পায় না-বেতনের ধাপ পূর্ব নির্ধারিত – বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৩
অনলাইন হতে কি বেতন বৃদ্ধির কপি বের করতেই হবে? না। অনলাইন হতে বেতন বৃদ্ধির কপি বের না করলে আইবাস++ এ যে বেতন বৃদ্ধি পাবে না ব্যাপারটি এমন নয়। ১ জুলাই তারিখে অটোমেটিকভাবে মূল বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়ে গেছে। চলতি মাসে ২০ তারিখের পর বেতন বিল দাখিল করার সময় দেখা যাবে যে, প্রত্যেকের মূল বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে তাই বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করা বাধ্যতামূলক নয়।
প্রতি বছরই নাকি ফিক্সেশন করতে হয়? না। এমন কোন প্রথা নেই। ২০১৫ সালে পে স্কেল দেওয়ার সময় ফিক্সেশন করা হয়েছে। পরবর্তী যাদের পদোন্নতি হয়েছে এবং উচ্চতর গ্রেড পেয়েছে তাদের ফিক্সেশন করা হয় এবং নতুন নিয়োগ হলে প্রথমবারই ফিক্সেশন করা হয়। প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধিতে ফিক্সেশনের প্রয়োজন পড়ে না। অটোমেটিক অনলাইনে ইনক্রিমেন্ট লেগে যায়। তাই বার্ষিক বেতন বৃদ্ধিতে ফিক্সেশনের প্রয়োজন পড়ে না। তবে আপনি নিজে নিজেই অনলাইনে ফিক্সেশনের ওয়েবসাইটে ঢুকে চেক করতে পারেন আপনার বেতন বৃদ্ধি হয়েছে কিনা।
আইবাস++ কি পে ফিক্সেশন ওয়েবসাইটের সাথে সংযুক্ত? হ্যাঁ। বর্তমানে আইবাস++ এবং পে ফিক্সেশন ওয়েবসাইট সংযুক্ত পে ফিক্সেশনে কোন পরিবর্তন আনা হলে অটোমেটিক তা আইবাস++ এ প্রভাব ফেলে। তাই আপনি যদি অনলাইনে ইনক্রিমেন্ট বাতিল করেন বা কোন কারণে শাস্তি হিসেবে ইনক্রিমেন্ট বা পদাবমিত করা হল তবে পে ফিক্সেশন ওয়েবসাইটে পরিবর্তন করলে তা আইবাস++ ওয়েবসাইটে রিফ্লেক্ট করে। pay fixation website link: ibas.finance.gov.bd/ibas2/Fixation
অফিস কর্তৃপক্ষ আইবাস++ এ লগিন করে বেতন তথ্য আপডেট করলেও বেতন বৃদ্ধি পেয়েছে কিনা তা দেখতে পারবেন / অনলাইন হতে বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের না করলে বেতন বাড়বে না এমনটি নয়।
নিজের দেওয়া চিত্রের মত করে আপনি সহজেই মূল বেতন ও বাড়ি ভাড়া আপডেট করে নিতে পারবেন। তবে এভাবে আপডেট না করলেও বেতন বিল দাখিল করার সময় বর্ধিত বেতন ও বাড়ি ভাড়াই দেখাবে এবং দাখিল হবে।
Caption: ibas++
আইবাস++ এ মূল বেতন ও বাড়ি ভাড়া ভাতা আপডেট করার নিয়ম । বার্ষিক বেতন বৃদ্ধি হলে যেভাবে মূল বেতন ও বাড়ি ভাড়া ভাতা আপডেট করবেন দেখুন
- ibas++ DDO আইডিতে লগিন করুন।
- Click Budget Execution
- Click Master Data
- Click Employee Salary information
- Select Employee Type Staff
- Input Staff’s NID
- Click Go
- Click Edit and Update
- Click Next
- Click Next
- Cllick Save and Exit
- Done
সবাই যে ইনক্রিমেন্ট কপি ওটিপি দিয়ে বের করে?
কেউ কেউ সার্ভিস বুকে এন্ট্রি দেওয়ার জন্য বের করে থাকে। যেহেতু বেতন বৃদ্ধির ধাপ পূর্ব নির্ধারিত তাই ইনক্রিমেন্ট কপি প্রিন্ট করে সার্ভিস বুকে সংরক্ষনের কোন প্রয়োজন নেই। যদি এটি খুবই জরুরি কিছু হতে তবে সরকার এটি কর্মচারীদের কর্তৃত্বে রাখতো না। যদি স্টাফদের মোবাইলেই ওটিপি যাবে তবে সেটি আবার তার অফিসের জন্য জরুরি হবে কেন? এটি যেহেতু লাগে না, তাই বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার প্রয়োজন নাই।
ইনক্রিমেন্ট বের করার নিয়ম । ১ লা জুলাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি