১/৭/২০২৩ তারিখের বার্ষিক ইনক্রিমেন্ট বের করার নিয়ম ২০২৩
পূর্বে প্রথম যোগদানের তারিখে ০১ বছর পূর্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট লাগানো হত। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ১লা জুলাই (প্রতিবছর) ইনক্রিমেন্ট লাগে। চলতি বছর ১/৭/২০২৩ তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট ইতোমধ্যে যুক্ত হয়েছে, আপনার বার্ষিক বেতন বৃদ্ধি যুক্ত হয়েছে কিনা চেক করুন এখনি। আপনার ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা তা দেখতে পে ফিক্সেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আইবাস++ এ জুলাই ইনক্রিমেন্ট কার্যকর হয়েছে। জুলাই/২০২৩ পে -স্লিপ ডাউন লোড করতে পারবেন।
প্রবেশ করতে হবে নিম্নের সাইটে: ব্রাউজারে payfixation.gov.bd লিখে GO তে ক্লিক করলে নিচের সাইটে কনভার্ট হবে (অর্থাৎ সাইট দুটি একীভূত করা হয়েছে) ibas.finance.gov.bd/ibas2/Fixation সাইটে প্রবেশ করে ছবির মত ধাপগুলো অনুসরণ করতে হবে:
যেভাবে আপনার ইনক্রিমেন্ট শীট বের করবেন
ibas.finance.gov.bd/ibas2/Fixation এই লিংকে ঢুকার পরই নিচের মত ছবি আসবে। অতপর ধাপ গুলো অনুসরণ করলে ইনক্রিমেন্ট শীট পাবেন যা প্রিন্ট করে নিতে বা ডাউনলোড করতে পারবেন। আসুন মোবাইল বা কম্পিউটারে নিজে নিজে ট্রাই করি।
ছবি-১: নীচের দিকে “পরবর্তী ধাপ” এ ক্লিক। দেখুন টিক চিহ্ন দেয়া আছে ছবিতে। চাইলে আপনি পূর্ব প্রস্তুতিগুলো দেখে নিতে পারেন। তবে এনআইডি, ভেরিফিকেশন নম্বর এবং আপনার মোবাইল ছাড়া আর কিছুই লাগে না।
ছবি-২: “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি” বামের বক্সে টিক ও “পরবর্তী” তে ক্লিক। গোল চিহ্ন দেয়া অংশের বক্সে টিক দিতে হবে এবং পরবর্তী লেখা যেখানে টিক দেয়া সেখানে ট্যাপ করতে হবে।
ছবি-৩: ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন। দুটি ফুট প্রিন্ট চিহ্ন দেয়া। আপনি হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ ৫% হারে আপনার বেতন বৃদ্ধি পাচ্ছে।
ছবি-৪: স্ক্রিনে যে কমান্ড আসবে সেখানে “হ্যাঁ” তে ক্লিক। আপনি যে সব কিছু জেনে বুঝেই করছেন এবং ব্যবহার নির্দেশিকা দেখে নিয়েছেন সেটিই এখানে শর্ত গ্রহণ করে হ্যাঁ করা হচ্ছে।
ছবি-৫: বেসামরিক অপশনে ক্লিক করুন। আপনি যদি সিভিল জব করে তবে বেসামরিক দিবেন। অন্যদিকে যদি রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি বা জুডিশিয়াল সার্ভিস এ জব করে তবে সেটিতে ক্লিক করবেন।
ছবি-৬: ১৭ ডিজিটের NID বা Smart ID যেটি বেতন নির্ধারণের সময় ব্যবহৃত হয়েছে, মাঝখানে হাইফেনসহ Verification No. (Verification No. ভুলে গেলে ছবি-৬ এর নীচে Forgot verification? (গোলা চিহ্ন দেয়া অংশে ক্লিক করতে হবে যদি আপনার কাছে ভেরিফিকেশন নম্বর না থাকে) এ ক্লিক করলে আপনি ভেরিফিকেশন নম্বর আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। আপনি আপনার দপ্তরে রক্ষিত সার্ভিস বুকেও এটি পাবেন। আর একটি বিষয় আপনি যদি পুরাতন এনআইডি ব্যবহার করেন তবে সেটিই ব্যবহার করবেন, নতুন বা স্মার্ট আইডি কাজ করবে না কারণ এখনও সেটি এখানে একীভূত বা মার্জ করা হয়নি।
ছবি-৭ এ এর মত NID আর ক্যাপচা দিয়ে Send Verification কোডে ক্লিক করলে ফিক্সেশানের সময় প্রদত্ত মোবাইল নম্বরে Verification No. চলে যাবে) এবং ক্যাপচা বসিয়ে login এ ক্লিক করলে ফিক্সেশানের সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস আসবে ৪ নম্বরের Verification Code। ভেরিফিকেশন কোড নম্বর আপনার কাছে থাকলে কিন্তু এই অপশন ব্যবহার করতে হবে না।
ছবি-৮: Verification Code ইনপুট দিয়ে Validate অপশনে ক্লিক করুন। ভেরিফিকেশন নম্বর বা ওটিপি এটি Onetime password হিসেবে ব্যবহৃত হয়।
ছবি-৯: পেজের উপরের দিকে ইনক্রিমেন্ট তারিখ লেখার ডানপাশে ড্রপ-ডাউন বাটনে ক্লিক করলে আগের সব ইনক্রিমেন্ট তারিখ সহ ১/৭/২০২২ তারিখ দেখা যাবে। ১/৭/২০২২ তারিখে ক্লিক করতে হবে। এখানে পূর্বের অর্থ বছর সিলেক্ট করলে পূর্বে ইয়ারগুলোর ইনক্রিমেন্ট কপিও পাবেন তাই এটি চাইলে আপনি সংরক্ষণ নাও করতে পারেন কারণ যে কোন সময় আপনি নিজেই এটি বের করতে পারবেন।
ছবি-১০: ইনক্রিমেন্ট ১/৭/২০২৩ লেখা অংশের নীচে GO তে ক্লিক করলে চলে আসবে ফিক্সেশান পেজ, এরপর বামপাশে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে প্রিন্ট নিলেই হয়ে গেল। চাইলে এখানে থাকে Save as PDF সিলেক্ট করে সেইভ করে রেখে দিতে পারেন আপনার মোবাইল বা কম্পিউটারে।
ইনক্রিমেন্ট কপি কি এজি অফিসে পাঠাতে হবে?
না। বার্ষিক ইনক্রিমেন্টের কপি যেহেতু হিসাবরক্ষণ অফিস হতে প্রতিপাদন করার প্রয়োজন নেই তাই এটি এজি অফিস বা হিসাবরক্ষণ অফিসে পাঠানোর প্রয়োজন নেই। আপনার দপ্তর এটি সার্ভিস বুকে এট্রি করে রেখে দিতে পারেন অথবা আপনি একটি কপি সংরক্ষণ করতে পারেন।