Pay Fixation । বেতন নির্ধারণ

প্রাইমারী স্কুলের শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ করার পদ্ধতি।

উন্নীত গ্রেডে বেতন নির্ধারণ ২০২১ । Pay Fixation on Grade upgradation

অর্থমন্ত্রণালয়ের ১২  আগস্ট ২০২০ এবং গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ০৯/০২/২০২০ খ্রিস্টাব্দে তারিখের  প্রাইমারি স্কুলের শিক্ষকদের ১৩ তম গ্রেড করা জন্য এ Ibas++ এ primary school teacher দের Payfixation.gov.bd এ ওপেন করা হয়েছে। Payfixation.gov.bd এ ibas++ primary school 13th grade এ বেতন নির্ধারণের জন্য প্রথমে হিসাবরক্ষণ অফিস হতে Ibas++ এ Increment Delete করতে হবে। তারপর ১৩ তম গ্রেড এ বেতন নির্ধারণ করার পর হিসাব রক্ষণ অফিস কর্তৃক অনুমোদনের পর আবার Ibas++ এ Increment এন্ট্রি করবে।

Payfixation.gov.bd

Now Primary Teachers are upgraded for 13th grade who old joined or new joining in Bangladesh. IF you are a Government primary School Teacher, Now You salary in grade 13 গ্রেড-১৩ টাকা ১১০০০-২৬৫৯০ । They claim more than they found but they are now simply satisfied what they got.

Pay Fixation On Primary Teacher of Government

First step of Pay Fixation

Click Next to Go ahead for the next procedures. Please don’t come here if you are not a government employee. This website is not for the General use of the public.

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উন্নীত স্কেলে পে ফিক্সেশন করার জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে

  • জাতীয় পরিচয়পত্র।
  • মোবাইল ফোন নম্বর।
  • নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের কপি।
  • নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির কপি।
  • ভেরিফিকেশন নম্বর “ভেরিফিকেশন নম্বর’ (যা ইনক্রিমেন্ট অনলাইন কপি বা সার্ভিসবুকে থাকে, চাইলে আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন।
  • প্রিন্ট করার জন্য প্রিন্টারের ব্যবস্থা।

উচ্চতর গ্রেড (প্রাথমিক বিদ্যালয় এই মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর উচ্চতর গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।

After accepting the terms and conditions like অপ্রয়োজনে এই অপসনে প্রবেশ করলে পরবর্তীতে প্রয়োজনীয় অপসনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে। আপনি কি সত্যিই ‘একই পদের উন্নীত গ্রেড (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক)’ অপসনে বেতন নির্ধারণ করতে চান? হ্যাঁ হলে ‘হ্যাঁ’ এবং না হলে ‘না’ চাপুন। বেসামরিক সিলেক্ট করে এনআইডি নম্বর, ভেরিফিকেশন নম্বর ক্যাপচা এন্ট্রি করে নিচের পেইজটি পূরণ করতে হবে এবং খসড়া দেখে চুড়ান্ত দাখিল করতে হবে।

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণের জন্য তথ্য পুরণ ফরম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *