কর্মকর্তাদের নববর্ষ ভাতার বিল – একজন কর্মকর্তা অনলাইনে আইবাস++ ব্যবহার করে খুব সহজেই তার বাংলা নববর্ষ বিল দাখিল করতে পারেন। Bangla New Year Bill Submit করার পরে অটো বিল প্রিন্টিং পেইজ আসে না। শুধুমাত্র টোকেন নম্বর ও তারিখ বিল দাখিলের পর শো করে।

আপনি টোকেন নম্বর কপি করে রাখতে পারেন অথবা সরাসরি Reports মেন্যুতে যাবেন। রিপোর্টস মেন্যুতে ক্লিক করলে লিস্ট হতে Pay Bill Reports এ যাবেন এবং Details of my festival bill সিলেক্ট করে Fiscal Year, Month সিলেক্ট করে টোকেন নম্বরটি দিবেন এবং Run Report এ ক্লিক করলেই বাংলা নববর্ষ ভাতার বিল প্রিন্ট করতে পারবেন।

এখন কথা হচ্ছে টোকেনই খুজে পাচ্ছেন না? SDO মডিউলে লগিন করে Integrated Budget and Accounting System এ ক্লিক করলেই হোম পেইজে টোকেন নম্বর, তারিখ এমাউন্ট ইত্যাদি শো করবে। যেহেতু উৎসব বা নববর্ষ ভাতার বিল ডিডিও মডিউলে জমা হয় না তাই বিল দাখিল করার পরই টোটেন পড়ে যাবে।

টোকেন নম্বর বের করার পদ্ধতি

যেভাবে আপনি একজন এসডিও হলে নববর্ষ ভাতর বিল প্রিন্ট করবেন / বাংলা নববর্ষ ভাতার বিল প্রিন্ট করার নিয়ম ২০২৩

Report>Pay bill Reports>Select Details of My Festival Bill>Fiscal year>month>input Token>Run Report>done

নববর্ষ ভাতার বিল প্রিন্ট পদ্ধতি

Caption: Festival Bill Print Process 2023

How to Print Festival Bill from ibas++ 2023

  1. First Collect Token Number from ibas++
  2. Then Click Reports
  3. Select Details of my Festival Bill (ক্যাটাগরি হতে সিলেক্ট করতে হবে)
  4. Select Fiscal year
  5. Select Month April 2022
  6. input Token Number
  7. Run Report
  8. Click CTRL P from keyboard
  9. done

নববর্ষ ভাতার বিল ডিডিও কি ফরওয়ার্ড করবে?

না। নববর্ষ ভাতা বা উৎসব ভাতার বিল দাখিল করার সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল হয়ে যায়। তাই এটি ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে না। তবে কিছু হিসাবরক্ষণ হার্ড কপি এখনও চায় তাই হার্ড কপি প্রিন্ট করে প্রেরণ করতে হবে। অন্য দিকে রেফারেন্স হিসেবেও হার্ড কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

প্রশ্নোত্তর:

প্রশ্ন: আমিতো কোন বিল প্রিন্ট নিতে পারিনা। রিপোর্ট এ গেলে কোন মোডেই প্রিন্ট পেইজ আসে না। প্রিন্ট এর অপশন কারোর জানা থাকলে প্লিজ জানাবেন।

উত্তর: Report~paybill~Festival bill~token number দিয়ে প্রিন্ট করতে পারবেন।

প্রশ্ন: নববর্ষ ভাতার বিল প্রিন্ট করে কিভাবে?

উত্তর: Report~paybill~Festival bill~token number দিয়ে প্রিন্ট করতে পারবেন।