সর্বশেষ প্রকাশিত

আইবাস++ এ ব্যাংক একাউন্ট এডিট বা পরিবর্তন করার নিয়ম ২০২২

আইবাস++ এ ব্যাংক হিসাব পরিবর্তন এখন খুব একটা সহজ নয় কারণ পূর্বে শুধুমাত্র ডিডিও-ই কর্মচারীদের ব্যাংক তথ্য পরিবর্তন করতে পারতেন। এখন ডিডিও ও হিসাবরক্ষণ অফিসার জড়িত থাকতে হবে। কর্মচারীদের ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধন করতে প্রথমে ডিডিও কর্মচারীর হয়ে এন্ট্রি দিবেন এবং পরবর্তীতে হিসাবরক্ষণ অফিসার অনুমোদন দেবে তবেই ব্যাংক ডিটেইলস পরিবর্তন হবে।

ব্যাংক হিসাব ভুল হলেও কি টাকা ব্যাংক একাউন্টে আসবে?

না। যদি আপনি কোন ডিজিট অতিরিক্ত দেন বা ব্রাঞ্চ কোড কোন সংখ্যা ভুল করেন তবে আপনার ব্রাঞ্চে টাকা এসে জমা হলেও ব্যাংক তা গ্রহণ বা রিসিভ করবে না। তাই ইএফটি রিটার্ণ যাবে। যদি আপনি ব্যাংক হিসাবের শুরুতে (০) দিয়েও দেন তবেও ব্যাংক তা গ্রহণ করবে না। ব্যাংক হিসাব ভুল থাকলে ব্যাংকে গিয়েও আপনি অবগত হতে পারবেন আপনার ইএফটি রিটার্ণ গিয়েছে কিনা। ব্যাংকের কাছে রিটার্ণ ইএফটি’রও হিসাব থাকে। অন্যদিকে আপনার দপ্তর বা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমেও আপনি জানতে পারবেন কেন আপনার ব্যাংক হিসাব ক্রেডিট হয়নি বা এ মাসের বেতন ঢোকেনি।

ibas++ Bank Account Change 2022

ibas++ Bank Account Change

Caption: Two step has to be done by DDO, One is Employee Bank Account Change Request and another is Employee Bank Account change Request Forwarding by DDO

How to change Bank Account in ibas++ 2022

  1. প্রথমে আইবাস++ এ ডিডিও আইডি দিয়ে লগিন করবেন।
  2. Budget Execution এ ক্লিক করলে Bank Account Change নামে একটি অপশন পাবেন।
  3. ক্লিক করলে আরও দুটি অপশন আসবে ১। Employee Bank Account Change Request (Staff) ২। Employee Bank Account change Request Forwarding by DDO
  4. Employee Bank Account Change Request (Staff) মেন্যুতে গিয়ে কর্মচারীর এনআইডি দিয়ে GO তে ক্লিক করলেই কর্মচারীর ব্যাংক হিসাবের সমস্ত তথ্য দেখাবে।
  5. কাঙ্খিত তথ্য পরিবর্তন করবেন।
  6. Browse করে চেক বইয়ের পাতা বা উপরের পৃষ্ঠার স্ক্যান কপি সিলেক্ট করবেন।
  7. Send code এ ক্লিক করলে ডিডিও’র মোবাইল নম্বরের একটি ম্যাসেজে ওটিপি কোড যাবে। ৪ মিনিটের মধ্যে মোবাইল থেকে তা ইনপুট দিতে হবে।
  8. কোডটি ইনপুট দিয়ে সাবমিট করলেই Information Save হয়ে যাবে।
  9. অতপর আপনি Employee Bank Account change Request Forwarding by DDO অপশনে গিয়ে এনআইডি দিয়ে সার্চ করে Forward করে দিবেন। ব্যাস কাজ শেষ
  10. একাউন্টস অফিস Approve বা অনুমোদন করলেই কেবল পরিবর্তনটি কার্যকর হবে।

কর্মচারী কি কোন নোটিফিকেশন পাবেন?

অবশ্যই। ব্যাংক হিসাব পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্মচারী তার নিজ মোবাইলে একটি নোটিফিকেশন পাবেন যেখানে তাকে অবগত করা হবে যে, ব্যাংক হিসাব পরিবর্তন করা হয়েছে। মোট কথা কারও ব্যাংক হিসাব পরিবর্তন করলে ডিডিও নোটিফিকেশন পাবেন, গ্রাহক নোটিফিকেশন পাবে এবং একাউন্টস অফিসার অবগত হয়ে অনুমোদন করবেন।

আরও জানতে ভিডিও দেখুন……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *