অনলাইনে জিপিএফ হিসাব চালু করার নিয়ম কানুন ২০২৩ । জিপিএফ হিসাব খোলার গাইড লাইন দেখুন
অনলাইনে জিপিএফ হিসাব খোলার নিয়ম – যেভাবে আপনি আইবাস++ এর মাধ্যমে কোন ফর্ম পূরণ ছাড়াই জিপিএফ হিসাব খুলতে পারবেন – অনলাইনে জিপিএফ হিসাব চালু করার নিয়ম কানুন ২০২৩
GPF Account Approval system – GPF Account Approval করতে হলে Employee Type গেজেটেড হলে GOB Officer আর নন গেজেটেড কর্মকর্তা হলে GoB Staff সিলেক্ট করতে হবে। subscription Starting Fiscal Year (Salary) ও Subscription Starting Fiscal Period সিলেক্ট করে এনআইডি (NID) দিয়ে GO বাটন ক্লিক করলে GP Account Pening ফরমটি দেখতে হবে। GPF Account Approval Process । হিসাবরক্ষণ অফিস যেভাবে জিপিএফ হিসাব অনুমোদন দিবে।
সনাতন পদ্ধতি এখন দুরে থাক। নতুন পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলা যাবে। অফিসারগণ অনলাইনেই জিপিএফ ফরম দাখিল করতে পারবেন ফলে হিসাবরক্ষণ অফিস হতে সেটি অনুমোদন করিয়ে নিলেই জিপিএফ হিসাব খোলা শেষ। gpf form। নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম।
নতুন নিয়োগ প্রাপ্ত গেজেটেড কর্মকর্তাগণ অর্থাৎ Self Drawing Officers (SDO) গণ তাদের জিপিএফ হিসাব নম্বর (Ibas++ online digital gpf account opening) তাদের আইবাস++ এর Self Drawing Officers (SDO) আইডি থেকে এবং নন গেজেটেড কর্মচারিগণ তাদের ডিডিও এর আইডি হতে iBAS++ System (online) হতে Ibas++ gpf online digital account খুলতে পারবে।
আইবাস++ জিপিএফ ওপেনিং গাইড লাইন ২০২৩ / যেভাবে আইবাস++ এ জিপিএফ হিসাব খুলবেন
এক্ষেত্রে ডিজিটাল নম্বর তৈরি হবে
Caption: GPF opening guide line
জিপিএফ হিসাব খোলার নিয়ম ২০২৩ । Office Staff জিপিএফ খোলার ধাপগুলো কি কি?
- প্রথমে ডিডিও আইডিতে লগিন করে Accounting Module এ যাবেন।
- GPF Management >GPF Transaction >GPF Account Opening ক্লিক করুন।
- ডানপার্শ্বে বক্সে Staff সিলেক্ট করে এনআইডি দিন। পূর্বে জিপিএফ খোলা থাকলে কোন তথ্য দেখাবে না। নতুন এনআইডি হলে কর্মচারীর নাম, পদবী বেসিক, অফিস ইত্যাদি তথ্য দেখাবে।
- আপনি জিপিএফ চাঁদা ইনপুট দিন।
- নমিনি তথ্য এন্ট্রি দিন। অবশ্যই নমিনির এনআইডি ও জন্ম তারিখ অথবা জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ এন্ট্রি দিতে হবে। তথ্যগুলো অটো আসবে যদ এনআইডি এন্ট্রি দেন।
- নমিনি নাম এন্ট্রি না দেওয়া লাগলেও অবশ্যই আপনাকে ঠিকানা এন্ট্রি বা লিখতে হবে। বাংলায় লিখবেন না অবশ্যই ইংরেজীতে ঠিকানা লিখবেন। নমিনি Share % এ লিখতে হবে। বক্সে শুধু 100 or 50 লিখতে হবে। % চিহ্ন দিতে হবে না। বাংলায় লিখলে প্রিন্ট দিলে দেখাবে না।
- Add দিয়ে Save করুন। পাশে প্রিন্ট দেখাবে সেখান থেকে ফর্ম প্রিন্ট করে চাঁদা দাতা নিজে এবং অফিস প্রধান স্বাক্ষর করবেন।
- স্বাক্ষর করা ফর্মটি আপলোড দিয়ে Submit দিন কাজ শেষ। হিসাবরক্ষণ অফিস অনুমোদন দিবে। তখন জিপিএফ নম্বর বসবে।
- পরবর্তী মাস থেকে জিপিএফ কর্তন শুরু হবে।
কর্মকর্তাদের জিপিএফ হিসাব কিভাবে খোলে?
একই নিয়মেই। এখানে কর্মকর্তা নিজেই ফর্ম পূরণ করে হিসাবরক্ষণ অফিসে রিকুয়েষ্ট পাঠাবে। হিসাবরক্ষণ অফিস অনুমোদন করবে। কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও তার পক্ষে ফরম পূরণ করে হিসাবরক্ষণ অফিসে পাঠাবে।
GPF opening guide line Download করুন
ভিডিও আসছে……………..
GPF একাউন্ট খোলার নিয়ম । DDO আইডি থেকে অফিস স্টাফদের জিপিএফ একাউন্ট খুলবেন কিভাবে?