SDO কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের করার পদ্ধতি ২০২২
একজন গেজেটেড কর্মকর্তা (SDO) তার ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের জন্য আবেদন অনলাইনে আইবাস++ এর মাধ্যমে করতে পারবেন। তিনি আইবাস++ এ আবেদন করলে হিসাবরক্ষণ অফিস তা অনুমোদন করলেই ব্যাংক হিসাব পরিবর্তন হবে।
আইবাস++ এ ব্যাংক একাউন্ট পরিবর্তন করার আবেদন পদ্ধতি
প্রথমে এসডিও আইবাস++ এ লগিন করতে হবে। Budget Execution> Employee Bank Account Change Request Entry (Self)> একজন গেজেটেড কর্মকর্তা উপরের মেনুতে তথ্য এন্ট্রি করে Go বাটন ক্লিক করলে Current Bank Account স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
নতুন ব্যাংক একাউন্ট নম্বরটি এন্ট্রি করতে হবে। Savings না Current তা সিলেক্ট করে ড্রপডাউন থেকে নতন ব্যাংক,ব্যাংকের শাখা নির্বাচন করতে হবে। ব্যাংকের রাউটিং নাম অটো প্রদর্শিত হবে।
চেক বইয়ের প্রথম পাতা স্ক্যান করে আপলোড করতে হবে। Send Code এ ক্লিক করার সাথে সাথে ইউজারের রেজিস্ট্রার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। উক্ত কোড নম্বর টি এন্ট্রি করে Submit বাটনে ক্লিক করলে একজন গেজেটেড কর্মকর্তার ব্যাংক একাউন্টটি পরিবর্তন করার তথ্য এন্ট্রি হবে।
হিসাবরক্ষণ অফিস অনুমোদন করবে
ততক্ষন পর্যন্ত পরিবর্তন কার্যকর হবে না। যতক্ষণ না হিসাবরক্ষণ কর্মকর্তা এসডিও’র ব্যাংক হিসাব নিশ্চিত হয়ে অনুমোদন করছেন। তাই চেক বইয়ের পাতা এবং অফ লাইন আবেদন হিসাবরক্ষণ অফিসে গেলেই হিসাবরক্ষণ অফিস অনুমোদন করবেন।