এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত, নতুন দুই কর্মসূচির ঘোষণা।
২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা তাদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন। তবে দাবি পূরণ না হওয়ায় শিক্ষক নেতারা কঠোর দুটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার মধ্যে যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হয়, তবে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। এর পাশাপাশি রোববার (১৯ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি শুরু হবে।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, টানা পঞ্চম দিনের মতো ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং সারা দেশে কর্মবিরতিও চলছে।
আলোচনা ভেস্তে যাওয়ায় ক্ষোভ: এর আগে, ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের (চৌধুরী রফিকুল আববার) সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে ‘প্রহসন’ করেছেন এবং আলোচনার নামে ‘আইওয়াশ’ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষকরা শতাংশ হারে বাড়িভাড়া চাইলেও উপদেষ্টা তাঁর বক্তব্যে অনড় থেকেছেন।
সরকারের সুপারিশ ৫% বাড়িভাড়া: এদিকে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়ার দাবির বিপরীতে সরকার সামর্থ্য অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ কিংবা ন্যূনতম ২ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, নতুন বেতন কমিশনের সুপারিশে সরকার আগামী বছর শিক্ষকদের জন্য আরও সম্মানজনক কাঠামো দেওয়ার চেষ্টা করবে।
তবে এই সুপারিশ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মূল খবর:
- ২০ শতাংশ বাড়িভাড়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা তাদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন।
- দাবি আদায়ে তারা দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন:
- আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
- পাশাপাশি রোববার (১৯ অক্টোবর) থেকে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি শুরু করবেন।
- বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শহীদ মিনারে শিক্ষক নেতারা এই ঘোষণা দেন।
প্রেক্ষাপট:
- শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে টানা পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। সারা দেশেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
- শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের (চৌধুরী রফিকুল আববার) সঙ্গে আলোচনা করেন।
- আলোচনা শেষে শিক্ষক নেতারা, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি, আলোচনাকে ‘আইওয়াশ’ এবং ‘প্রহসন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, শিক্ষকরা শতাংশ হারে বাড়িভাড়া চান, যা উপদেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
-
অন্যদিকে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ কিংবা ন্যূনতম ২ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সরকার আগামী বছর নতুন বেতন কমিশনের সুপারিশে আরও সম্মানজনক কাঠামো দিতে সচেষ্ট হবে।

