ibas++ Release an Employee । আইবাস++ ডিডিও আইডি হতে কোন কর্মচারীকে অবমুক্তকরণ নিয়ম ২০২৩
বদলি বা চাকরি হতে অব্যাহতির ফলে কর্মচারীকে রিলিজ করতে হয় – ibas++ Release an Employee – আইবাস++ ডিডিও আইডি হতে কোন কর্মচারীকে অবমুক্তকরণ নিয়ম ২০২৩
আইবাস++ হতে কর্মচারী অবমুক্ত – ডিডিও কোন কর্মচারীকে আইবাস++ হতে অবমুক্ত করতে পারেন। যদি কর্মচারী নতুন যোগদান বা বদলিজনিত যোগদান করার পর যেমন হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট অফিস দুক্ষেত্রেই যোগদান বা ibas++ employee Joining দেখাতে হয় ঠিক তেমনি বদলি বা চাকরি হতে অব্যাহতির ক্ষেত্রে আইবাস++ ডিডিও আইডি এবং হিসাবরক্ষণ কর্মকর্তার আইডি দুস্থান হতেই অব্যাহতি বা অবমুক্ত দেখাতে হয়।
অব্যাহতি এবং অবমুক্তির মধ্যে পার্থক্য- কোন কর্মচারী বা কর্মকর্তাকে চাকরিতে চূড়ান্ত খারিজ বা চাকরি বাতিল বা ইস্তফা প্রদানের ক্ষেত্রে অব্যাহতি প্রদান করা হয়। কোন কর্মচারী বদলি জনিত কারণে তাকে কর্মদায়িত্ব হতে অবমুক্ত করা হয়। কোন নির্দিষ্ট পদে দায়িত্ব হতেও অবমুক্ত করা যায় কিন্তু চাকরি হতে অব্যাহতি এবং অবমুক্ত দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
আপনি যদি চান বেতন বিল করার সময় কোন কর্মচারীর বেতন বিল করবেন না। ভুল করেও ক্লিক করে যেন সে অন্তর্ভূক্ত না হয় সেক্ষেত্রে আপনি তাকে অবমুক্ত করে রাখতে পারেন এজন্য অনলাইন বিল দাখিল অপশনে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আপনি যখন চাইবেন ঠিক তখনই আপনি আবার জয়েনিং দেখাতে পারবেন।
আইবাস++ অনলাইন বেতন বিল হতে কর্মচারীকে অব্যাহতি / বেতন বিল করার সময়
Release or Joining দেখিয়ে বেতন বিল করা যেতে পারে। তবে হিসাবরক্ষণ অফিস কোন কর্মচারীকে জয়েনিং না দেখানো পর্যন্ত বেতন বিল দাখিল হবে না। তবে আপনি কাউকে অবমুক্ত করলেই সেটি চূড়ান্ত অবমুক্ত হয় না। আপনি আবার জয়েনিং দেখাতে পারবেন।
Caption: Release an Employee or Employee Joining
How to temporary release an employee from ibas++ Pay bill system
- Login to ibas++
- Click Online Pay Bill
- Click Release an Employee
- Input Staff’s NID
- Click Go
- Click Release
- done
ডিডিও আইডি থেকে রিলিজ করলেই কি চূড়ান্ত রিলিজ হয়?
না। এটি মূলত বেতন বিল হতে রিলিজ বুঝায়। হিসাবরক্ষণ অফিস রিলিজ দিলেই কেবল সেটি চূড়ান্ত রিলিজ হবে। যদি ডিডিও আইডি হতে রিলিজ নাও করা হয় তাতে কোন সমস্যা নেই। হিসাবরক্ষণ অফিস রিলিজ করে দিলেই কোন কর্মচারীকে আর ডিডিও আইডি হতে পাওয়া যাবে না।