ibas++ Password Change । পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সংক্রান্ত নির্দেশনা 2022
আইবাস++ এ ৩ মাস অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আইবাস মূলত পাসওয়ার্ড নিরাপত্তার স্বার্থে এমনটি করা হয়েছে। iBAS++ এর তথ্য সুরক্ষিত করার লক্ষ্যে ১৪ টি নিরাপত্তা নির্দেশিকা (Security guidelines) অর্থ বিভাগ কর্তৃক অনুমােদন করা হয়েছে। iBAS++ এর অনুমােদিত নিরাপত্তা নির্দেশিকা “Access Control Guideline” এর আলােকে অনুসরণ করে iBAS++ এ প্রয়ােজনীয় অপশন সংযুক্ত করা হয়েছে। iBAS++ ID এবং PASSWORD শেয়ার করা হতে বিরত থাকুন।
পাসওয়ার্ড কত দিন পর পর পরিবর্তন করতে হবে?
Privileged User (কর্মকর্তা/কর্মচারীগণ যারা iBAS++ এ Security Module প্রাপ্ত) দের ক্ষেত্রে পাসওয়াড ৯০ দিন (৩ মাস) পরপর বাধ্যতামূলকভাবে পরিবর্তন করতে হবে। অন্যান্য User দের পাসওয়াড ১৮০ দিন (৬ মাস) পরপর পরিবর্তন করতে হবে।
আপনার আইডি কখন লক হয়ে যাবে?
১০ (দশ) বার Unsuccessful Login Attempts এর পর সংশ্লিষ্ট ইউজারের Access স্বয়ংক্রিয়ভাবে Lock হয়ে যাবে। পাসওর্যাড সংক্রান্ত নির্দেশনাটি পরিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে। আপনার আইডি লক হলে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে আইবাস++ টিমের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করতে হবে।
কিভাবে পাসওয়ার্ড রিসেট করে?
প্রতি ৩ মাস অন্তর আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড ব্যবহার করে আইবাস++ এ লগিন করতে পারবেন না। Your password has been expired এমন ম্যাসেজ পাচ্ছেন? এমন অবস্থায় আপনি লগিন করতে গেলে New Password and Confirm Password চাইবে। এক্ষেত্রে আপনি পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড (ইচ্ছামত) দিয়ে Change Password করে নিবেন। মনে রাখবেন, নতুন পাসওয়ার্ডটি অবশ্যই Capital Letter, Small Letter, Number and Symbol দিয়ে তৈরি করবেন। ন্যূনতম ৮ ডিজিটের পাসওয়ার্ড দিবেন। যেমন-Uaoka@678
কিভাবে Forget Password করে?
- প্রথমে আপনি Forget Password এ ক্লিক করবেন।
- অতপর আপনার User ID দিয়ে ক্যাপচা এন্ট্রি করবেন।
- Send Verification Code এ ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি পাবেন। ভেরিফিকেশন কোড সেন্ড ম্যাসেজ পাবেন। ইমেলেইও কিন্তু আপনি ওটিপি পাবেন।
- Verification Code এন্ট্রি করবেন।
- New Password ইচ্ছামত দুই বার দিবেন। New Password and Confirm Password
- Change এ ক্লিক করুন। ৪ মিনিটের মধ্যে কোড দিতে হবে।
- Password Has been change successfully
- click Ok
- done
নতুন পাসওয়ার্ড দিয়ে এবার লগিন করুন। ধন্যবাদ
ইউজার আইডি ভুলে গেলে কি করবেন?
আইবাস++ লগিন পেইজে গিয়ে আপনি ইউজার আইডি Forget User ID তে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরটি ইনপুট দিবেন এবং ক্যাপচা এন্ট্রি করবেন। অতপর Send User ID । ম্যাসেজ পাবেন যে, User ID has been sent to your mobile । এভাবে আপনি ভুলে যাওয়া ইউজার আইডি পেতে পারেন।