ibas++ GPF Subscriber Nominee Entry New System
ibas++ GPF Subscriber Nominee Entry New System । নতুন নিয়মে আইবাস++ এ নমিনি এন্ট্রিকরণ পদ্ধতি। শুধুমাত্র কর্মকর্তাগণ আইবাস++ এ নিজে নিজেই জিপিএফ একাউন্ট খুলতে পারবেন।
সকল সরকারী কর্মচারী/কর্মকর্তার ম্যানুয়ালী জিপিএফ (general provident fund) হিসাব নম্বর রয়েছে। যাদের ম্যানুয়ালি জিপিএফ হিসাব নম্বর রয়েছে তাদের আইবাস++ সিস্টেমে হতে পূর্বের হিসাব নম্বরের পরিবর্তে ১০ ডিজিটের ডিজিটাল নম্বর প্রদান করা হয়েছে। ম্যানুয়ালি খোলা জিপিএফ হিসাধারীদের নমিনীর তথ্য ম্যানুয়ালি সংরক্ষিত আছে। আইবাস++ সিস্টেমে সকল জিপিএফ হিসাবধারীদের নমিনির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য আইবাস++ সিস্টেমে নমিনির তথ্য এন্টি করা প্রয়োজন। সকল SDO( self drawing officer) তাদের আইবাস++ এর আইডি হতে এবং সকল নন গেজেটেড কর্মচারিগণ তাদের DDO(drawing and disbursing officer) আইডি হতে তাদের জিপিএফ এর নমনির তথ্য আইবাস++ এ এন্ট্রি করতে পারবেন।
The nominee Entry option was opened only for Gazetted officers only. The first time it was opened in DDO ID. DDO Can perform for the staff. This is a very digital initiative for the government employee from ibas++. Now GPF analog number is digital with 10 digits. Everyone can check digital number along with the old GPF Number.
Process To nominee Entry
Login to ibas++ by User ID and Password, Click GPF Subscriber Nominee Entry if you are an old user of GPF>Fiscal Year Selction>Click GO. You will see the Option below picture.
You have to input info shown Below
- 10 Digits GPF Number for ibas++ employee
- Old GPF Number
- gpf subscribers name
- পদবী, অফিসের নাম এবং কোন সময় হতে জিপিএফ এর চাঁদা কর্তন করা হচ্ছে এবং চাঁদার পরিমাণ দেখা যাবে।
আইবাস++ ডিজিটাল নম্বরের নতুন নিয়মে জিপিএফ নমিনি তথ্য এন্ট্রি করার জন্য নমির টাইপ, এনআইডি নম্বর, ধর্ম এবং ঠিকানা দেওয়ার পর add option এ ক্লিক করে সেভ করার পর প্রিন্ট করা অথবা Download করা যাবে।
তারপর চাদাঁ প্রদানকারীর জিপিএফ নমিনি পরিবর্তন মনোনয়ন ফরম পূরণ করে আপনার কম্পিউটারে Scan করে সেভ করার পর Select File Option এ ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
তারপর Yes অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
আপনার মোবাইলে ৬ ডিজিটের নম্বরের কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে জিপিএফ নমিনি পরিবর্তন Submit হয়ে যাবে। এরই মধ্যদিয়ে Ibas++ GPF Subscriber Nominee Entry পরিবর্তন প্রক্রিয়া শেষ হয়ে গেল।