ibas++ DDO Monitoring Report 2024। ডিডিও আইডি হতে কর্মচারীদের Income Tax Statement বের করার নিয়ম
সরকারি কর্মকর্তাদের আয়কর বিবরণী অনলাইন হতেই বের করা যায়-এখন কর্মচারীদের কর্তনকৃত আয়করের হিসাব আইবাস++ হতেই ডাউনলোড করা যাবে – ডিডিও আইডি হতে কর্মচারীদের Income Tax Statement বের করার নিয়ম
অগ্রিম আয়কর কি?– অগ্রিম কর হল এমন একটি কর যা একজন ব্যক্তি সরকারকে প্রদান করতে পারে তার পুরো আর্থিক বছরের জন্য তার বার্ষিক আয় অনুমান করে। সাধারণ সরকারি কর্মচারীদের আয়কর কর্তন করেই বেতন নিতে হয়। যাদের বেতন ১৬ হাজার টাকার উপরে তাদের রিটার্ণ দাখিল করতে হয়। করযোগ্য আয় থাকলে বেতন হতে আয়কর কর্তন করতে হয়।
সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ভিত্তিতে আয়কর নিণয় করা হয়েছে। যা ২০২২-২৩ সালের জন্য ঘোষিত আয়কর বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের (সিটি কর্পোরেশন এলাকার বাহিরের করদাতাদের জন্য) মাসিক বেতন হইতে কর্তনযোগ্য করের হিসাব। পুরুষ করতাদা যাদের মূল বেতন ২১,৪০০/- টাকা থেকে ৪০,৪০০/- টাকা পর্যন্ত তাদের ন্যূনতম আয়কর বার্ষিক ৩,০০০/- টাকা এবং মাসিক ২৫০/- টাকা হারে কাটতে হবে। মহিলা করদাতা যাদের মূল বেতন ২৫০০০/- টাকা থেকে ৪৯১৪০/- টাকা পর্যন্ত তাদের ন্যুনতম আয়কর বার্ষিক ৩০০০/- টাকা এবং মাসিক ২৫০/- টাকা হারে আয়কর কাটতে হবে। বাকিদের আয়কর দিতে হবে না।
আয়কর স্টেটমেন্ট বের করার নিয়ম / অটো জেনারেটেড বিবরণীতে হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষর লাগবে
আইবাস++ হতে কর্মচারিদের আয়করের সনদ বের করার নিয়ম কি? Budget execution অপশনে প্রবেশ করতে হবে। রিপোর্ট অপশনে প্রবেশ করতে হবে। তারপর DDO Monitoring Report অপশনে প্রবেশ করতে হবে। এরপর ড্রপডাউন থেকে Employee income tax statement সিলেক্ট করতে হবে। ব্যাস প্রিন্ট করে নিলেই হল।
Caption: income tax statement from ibas++
Tax Statement from ibas++ । কর্তনকৃত আয়কর হিসাব বের করার নিয়ম
- Login to ibas++ by DDO
- Click Report
- click DD Monitoring report
- Select Employee Income tax statement
- Select Fiscal year
- Enter NID
- Click Run Report
- Done
কোন কোন ভাতার উপর কর দিতে হয় না?
সরকারি কর্মচারীদের অবসরজনিত সুবিধার উপর আয়কর দিতে হয় না। এছাড়া বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, অন্যান্য ভাতা ইত্যাদির উপর কোন কর পরিশোধ করতে হয় না। এছাড়াও বেশি কিছু খাত রয়েছে যেগুলোতে কর অব্যাহতি রয়েছে।