সরকারি কর্মচারীর কোন গ্রেডে কত বেতন ২০২৪ । প্রজাতন্ত্রের কোন পদের কর্মচারীর বেতন কত?
বাংলাদেশের সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের কোন গ্রেডের বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কত তা নিয়ে আমরা সন্ধিহান। জানতে ইচ্ছা করে কোন গ্রেডের কর্মচারী কত বেতন পান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কত? আমরা সঠিক তথ্যটি জেনে চাকরিতে আবেদন করলে বা চাকরিতে ঢুকলে বিভ্রান্ত হবো না।
প্রশ্নোত্তর দেখে নিন
- প্রশ্ন: একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান?
- উত্তর: ৯ম গ্রেডে ২২০০০ টাকায় বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের।
- প্রশ্ন: একজন পুলিশের এসআই কত টাকা বেতন পান?
- উত্তর: ১০ম গ্রেডে ১৬০০০ টাকায় বেতন শুরু হয় একজন স্নাতক পাশ করা ব্যক্তি।
বিভিন্ন পদের নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী কার কত বেতন, কোন গ্রেডে চাকরি করেন এবং কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি চাকরি নিয়েছেন তা জানতে বিস্তারিত দেখুন
পদ ভিত্তিক গ্রেড, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা
- অফিস সহায়ক-২০-৮২৫০-এস.এস.সি বা সমমান পাশ।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
- হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
- উচ্চমান সহকারী-১৪-১০২০০- স্নাতক বা সমমান।
- হিসাব রক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
- প্রশাসনিক কর্মকর্তা-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
- সহ-সম্পাদক-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
- সহকারী বিজনেস ম্যানেজার-১২-১১৩০০- স্নাতক বা সমমান।
- গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
- মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এস.এস.সি পাশ।
- অডিটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান পাশ।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ১৩ -১১০০০-স্নাতক পাশ, সর্টহ্যান্ড সার্টিফিকেট সহ।
- অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
- ক্যাটালগার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- কম্পিউটার অপারেটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড
- রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
- স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
- রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
- টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
- ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
- ইক্যুইপমেন্ট এটেনডেন্ট-১৯-৮৫০০-বিজ্ঞানে এস.এস.সি বা সমমান পাশ।
- প্লাম্বার-২০-৮২৫০-অষ্টম শ্রেনী পাশ।
- এমএলএসএস-২০-৮২৫০- অষ্টম শ্রেনী পাশ।
- গার্ড (নিরাপত্তা প্রহরী)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- মালী-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- সিপাহি (জিডি)-১৭-৯০০০-এস.এস.সি পাশ।
- নির্বাহী প্রকৌশলী-৫-৪৩০০০-প্রকৌশলে স্নাতক।
- সহকারী প্রকৌশলী-৯-২২০০০-প্রকৌশলে স্নাতক।
- হিসাব রক্ষক-১১-১২৫০০-স্নাতকোত্তর বা সমমান।
- ফটোকপি অপারেটর-১৯-৮৫০০-মাধ্যমিক স্কুল পাশ বা সমমান।
- সার্ভেয়ার-১৫-৯৭০০-মাধ্যমিক স্কুল পাশ সার্ভে ডিপ্লোমাসহ
- উপ-সহকারী প্রকৌশলী-১০-১৬০০০-প্রকৌশলে ডিপ্লোমা
- পিএ-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
- বাস/ট্রাক চালক-১৬-৯৩০০-অষ্টম শ্রেনী পাশ।
- সেকশন অফিসার-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
- সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
- লাইব্রেরিয়ান-৯-২২০০০- ডিপ্লোমা পাশ।
- ইউনিয়ন পরিষদ সচিব-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- মেশিন অপারেটর-১৮-৮৮০০-মাধ্যমিক স্কুল পাশ।
- প্রভাষক-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
- ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
- বাবুর্চি-১৯-৮২৫০-এস.এস.সি পাশ।
- হিসাব রক্ষণ কর্মকর্তা-৯-২২০০০-স্নাতক বা সমমান।
- বিসিএস ক্যাডার যোগদান-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
- মেডিকেল অফিসার-৯-২২০০০-এমবিবিএস পাশ।
- সহকারী সচিব-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
- অগ্নি নির্বাপক মোটর চালক-১৪-১০২০০-মাধ্যমিক স্কুল পাশ।
- নার্স (মিডওয়াইফ)-১০ম গ্রেড-১৬০০০-নার্সিং এ ডিপ্লোমা।
- হাউজকিপার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
- বৈজ্ঞানিক কর্মকর্তা-৯-২২০০০-বিজ্ঞানে স্নাতক।
- আইন কর্মকর্তা-৯-২২০০০-আইনে স্নাতক বা সমমান।
- প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান সহ বিএ/বিএড
- এমপিও ভূক্ত সহকারী প্রধান শিক্ষক-৯-২২০০০-স্নাতক বা সমমান
- প্রধান প্রকৌশলী-৩-৫৬৫০০-প্রকৌশলে স্নাতক বা সমমান।
- পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ।
- পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-উচ্চ মাধ্যমিক পাশ।
- সহকারী আইন কর্মকর্তা-৯-২২০০০-আইন বিষয়ে স্নাতক।
- ফরেস্টার-১৫-৯৭০০-ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি।
- ক্যাটালগার-১৪-১০২০০-গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
- সেলস্যম্যান-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
- ক্যাশিয়ার-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
- পাম্প অপারেটর-১৬-৯৩০০-অষ্টম শ্রেণী পাশ। কোন প্রতিষ্ঠানে ১৯ গ্রেড।
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-স্নাতক পাশ।
- চিকিৎসা সহকারি-১৪-১০২০০-ফার্মাসিস্ট সার্টিফিকেট সহ ৩ বছরের অভিজ্ঞতা।
- টেলিফোন অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হইতে সার্টিফিকেট।
- প্রোগ্রামার-৬-৩৫০০০-কম্পিউটার সায়েন্সসহ ৪ বছরের অভিজ্ঞতা।
- কন্ট্রোল অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশসহ কম্পিউটারে অভিজ্ঞতা।
- সহকারী প্রকৌশলী (তড়িৎ)-৯-২২০০০-বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
- সহকারী প্রোগ্রামার-৯-২২০০০-বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
- গ্রন্থাগারিক-৯-২২০০০-যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী।
- ফটোগ্রাফার-১১-১২৫০০-উচ্চ-মাধ্যমিকসহ ফটোগ্রাফি ডিপ্লোমা।
- জেলার-৯-২২০০০-স্নাতক পাশ। পদোন্নতি যোগ্য পদ।
- ফায়ার সাভিস স্টেশন অফিসার-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
- প্রদর্শক- ১০ -১৬০০০-স্নাতক বা সমমান।
- সিনিয়র কম্পিউটার অপারেটর – ২২০০০- বিএসসি ইঞ্জিঃ ইন CSE/ ICT
- সেকশন অফিসার-২২,০০০- স্নাতকোত্তর
- উপ সহকারি কৃষি কর্মকর্তা-১৬০০০-এইচ.এস.সি সহ ৪ বছরের কৃষি ডিপ্লোমা।
ক্রমান্নয়ে আপডেট করা হচ্ছে আপনার কাছে এ সংক্রান্ত কোন তথ্য থাকলে তা শেয়ার করতে পারেন। তথ্যে ভুল থাকতে পারে সঠিক তথ্যটি দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: যোগদানকালীন বেতন স্কেলের প্রথম অংক? উত্তর: হ্যাঁ। প্রশ্ন: মূল বেতনের সাথে আর কি কি ভাতা পাওয়া যায়? উত্তর: কর্মকর্তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা। কর্মচারীদের ক্ষেত্রে ঐ দুটি সহ টিফিন, যাতায়াত ও অন্যান্য। https://youtu.be/lRVvjn5FFeQ