সর্বশেষ প্রকাশিত

EFT file transmitted হয়েছে কিন্তু বেতন এখনও একাউন্টে আসে নাই, কারণ কি?

EFT file transmitted হয়েছে কিন্তু মাসের বেতন এখনও একাউন্টে আসে নাই। এক্ষেত্রে আমার করণীয় কি? এমন প্রশ্ন হারহামেশাই অনলাইনে দেখা যায়। আবার এক অফিসের বেতন হয়ে গেছে অথচ আরেক অফিসের বেতন পরদিন হয়েছে। একই সাথে বিল পাশ হয়েছে এবং একই দিন বেতন বিল পাশ বা অনুমোদন হয়েছে কিন্তু বেতন হচ্ছে না এর কারণ কি? আজ সে বিষয়টি নিয়েই আলোচনা করবো।

মাস শেষে সবার আগে বেতন পেতে করণীয় কি?

মাসের শেষে এসে বেতনবিল সাবমিট করে ১-২ তারিখে বেতন পাওয়ার আশা করা ঠিক হবে না। প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের ইএফটি ট্রান্সমিট করার একটা লিমিট আছে, এজন্য ২০ তারিখের পর পরই যাদের বিলে টোকেন পড়বে, তাদের ১ম বা ২য় কার্যদিবসে বেতন পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ১ বা ২ তারিখের হিসেব না করে প্রতি মাসের ২য় কর্মদিবস বিকেলে ব্যাংক একাউন্ট চেক করলে বেতন পেয়ে যাওয়ার কথা। মাসের ১,২, বা ৩ তারিখ সরকারি ছুটি থাকলে ৪ তারিখ হবে ১ম কর্মদিবস, ৫ তারিখ হবে ২য় কর্মদিবস। বিষয়গুলি সকলেরই মাথায় রাখা প্রয়োজন। আর সবসময় মোবাইলে ম্যাসেজ নাও পেতে পারেন, সমস্যা নাই। সময়মত ব্যাংকে টাকা চলে যাবে।

টোকেন আগে পড়লে বেতন কি ব্যাংকে আগে ঢুকার সম্ভাবনা থাকে?

হ্যাঁ অবশ্যই। প্রায় ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর বেতন ভাতা এখন অনলাইনে হয়। তাই যত দ্রুত বেতন ভাতাদি বিল দাখিল বা সাবমিট করা হবে তত দ্রুতই বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। অন্য দিকে একই সময় বিল বা বেতন ট্রান্সমিট করা হলেও টোকেন নম্বর যাদের এগিয়ে বাংলাদেশ ব্যাংক সিরিয়ালি বেতন ব্যাংক হিসেবে প্রেরণ করে থাকে। আবার আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আপনার ব্যাংক কতটা বিজি। আপনি যদি শহুরের ভীর বা জনসমাগম বেশি সেই ব্যাংকে হিসাব খুলে থাকেন তবে আপনার বেতন পেতে ডিলে হবে। বাংলাদেশ ব্যাংক সময়মত বেতন ব্যাংক হিসাবে প্রেরণ করলেও যদি সংশ্লিষ্ট ব্রাঞ্চ রিসিভ করতে দেরী করে তবেও আপনার বেতন পেতে দেরি হবে। তাই জনসমাগম কর এবং বড় ব্যাংক গুলো এড়িয়ে কম চাপের ব্যাংক গুলোতে হিসাব খুলুন।

বেশির ভাগ সময়ই ইএফটি ম্যাসেজ আসে না কারণ কি?

বাংলাদেশের ১৪ লক্ষ কর্মকর্তা কর্মচারীর মোবাইলে টেলিটকের মত দুর্বল নেটওয়ার্ক দিয়ে ইএফটি ম্যাসেজ প্রেরণ করা হয়। সার্ভার জ্যাম হওয়ার কারণে অনেক ম্যাসেজ প্রেরণের রিকুষ্টে ফেইল হয় ফলে কেউ কেউ ইএফটি ম্যাসেজ পায় আবার কেউ কেউ পায় না। তাই ইএফটি ম্যাসেজ আসুক আর নাই আসুক ব্যাংক হিসেবে টাকা জমা হবে। ব্যাংক হিসেবে টাকা জমা হলেও একই কারণে অনেক সময় ব্যাংক ট্রানজেকশন ম্যাসেজ আসে না।

ব্যাংকের ম্যাসেজ না আসলেও টাকা ঢুকতে পারে কি?

অবশ্যই ব্যাংকে টাকা ঢুকার ম্যাসেজ না পেলেও আপনার ব্যাংক হিসেবে ঠিকই টাকা আসতে পারে। ব্যাংক হিসেবে টাকা আসলেই আপনার ব্যাংক ট্রানজেকশন ম্যাসেজ আসার কথা। ব্যাংক মেসেজ পাঠানোর কারণে আপনার ব্যাংক হিসাবে হতে ৫০ টাকা করে ট্রানজেকশন এলার্ট বাবদ অর্থ কেটে নিচ্ছে। SONALI BANK SMS BANKING । মোবাইলে ট্রানজেকশন এসএমএস আসবে

কিভাবে বুঝবো টাকা আসছে?

আপনি এখন এস.এম.এস করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন। অ্যাপ ব্যবহার করে ব্যাংক হিসাব চেক করতে পারেন। অন্যদিকে ব্যাংকে ম্যানুয়ালি গিয়েও ব্যাংক হিসাব চেক করে দেখতে পারেন বেতনের টাকা আসছে কিনা। ম্যানুয়ালি চেক না করে আপনি এটিএম বুথে গিয়ে কার্ড ব্যবহার করেও ব্যাংক ব্যালেন্স চেক করতে পারেন। Bank Balance check by Sonali e wallet । ঘরে বসে সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *