Festival Bill । উৎসব ভাতা

উৎসব ভাতা বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রদত্ত একটি বিশেষ ভাতা।

উৎসব ভাতা প্রদানের নিয়মাবলী:

  • প্রাপ্যতা: সকল স্থায়ী, চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং নিয়োগকৃত কর্মচারী উৎসব ভাতা পাবেন।
  • পরিমাণ: কর্মচারীর এক মাসের মূল বেতনের সমপরিমাণ।
  • বছরে কতবার: বছরে দুইবার (ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে)।
  • প্রদানের সময়: উৎসবের পূর্ববর্তী মাসের বেতনের সাথে।