সর্বশেষ প্রকাশিত

iBAS++ এর নিরাপত্তা ২০২৩ । স্ট্রং পাসওয়ার্ড ও লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার না করার নির্দেশনা

iBAS++-এর সার্বিক নিরাপত্তাসহ এর ব্যবহারকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সুরক্ষা নিশ্চিতকল্পে iBAS++-এর সকল ইউজারকে প্রমিত (Standard) পাসওয়ার্ড নির্দেশিকা অনুসরণ ও কম্পিউটার ডিভাইসে লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার না করার নির্দেশনা– iBAS++ এর নিরাপত্তা ২০২৩

আইবাস++ নিরাপত্তা নির্দেশনা– iBAS++ ব্যবহার করে প্রণীত বাজেট অনুমোদনের পর যথাসময়ে iBAS++ এর Published অপশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে (ডিজিটাল পদ্ধতিতে) সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয় বিধায় পৃথকভাবে Hard Copy বা পত্রের মাধ্যমে অবহিত করার প্রয়োজন নেই মর্মে অধঃস্তন দপ্তরসমূহকে অবহিতকরণ নির্দেশনা পত্র জারি করা হয়েছে। ibas++ User ID Password Change by OTP Code । আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত বাজেট বরাদ্দ অনুযায়ী ব্যয় নির্বাহের জন্য iBAS++-এর বাজেট Published অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তরের অধীন কার্যালয়সমূহকে অবহিতকরণপূর্বক বাজেট কর্তৃত্বপ্রদান ( Authorization) করা হয়। iBAS++ এর মাধ্যমে বাজেট প্রণয়নকারী কার্যালয়সমূহ Budget Published হওয়ার সাথে সাথে বরাদ্দ পেয়ে থাকে এবং তা ব্যয় নির্বাহের উপযোগী হয়। আবার iBAS++ এর মাধ্যমে বাজেট প্রণয়ন করা হয়না এমন মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ বা অধিদপ্তর কর্তৃকIBAS++ এর বাজেট বিতরণ (Distribution) অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট কার্যালয়ের অনুকূলে বাজেট বরাদ্দ প্রদান করা হয় এবং বাজেট বরাদ্দের আদেশের হার্ডকপি সংশ্লিষ্ট দপ্তর ও হিসাবরক্ষণ কার্যালয়ে প্রেরণ করা হয়। আইবাস -++এ প্রবেশের নিয়ম | ibas++ login Process

বিগত ২০২১-২২ অর্থবছর হতে মাঠ পর্যায়ের বেশ কিছু কার্যালয়ের বাজেট iBAS++ এর মাধ্যমে প্রণয়ন করা হয়েছে এবং যথানিয়মে iBAS++ এর বাজেট Published অপশন ব্যবহার করে ১ জুলাই তারিখে স্বয়ংক্রিয়ভাবে উল্লিখিত কার্যালয়সমূহসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়কে অবহিতকরণপূর্বক বাজেট কর্তৃত্বপ্রদান ( Authorization) করা হয়। কিন্তু, কিছু কিছু হিসাবরক্ষণ কার্যালয় হতে পূর্বের ন্যায় বাজেট বরাদ্দের হার্ড কপি দাবী করে দাখিলকৃত বিল অনুমোদনে অপরাগতা প্রকাশ করা হয়েছে।

হার্ডকপি ছাড়াই বাজেট সংযোজন ও বিয়োজন নির্দেশনা / বাজেট বরাদ্দে পৃথক হার্ড কপি প্রেরণ আবশ্যক নয়

অর্থ বিভাগের Integrated Budget and Accounting System (iBAS++ ) ব্যবহার করে প্রণীত বাজেট অনুমোদনের পর সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ধারা-১৩ অনুযায়ী যথাসময়ে iBAS++ এর Published অপশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে (ডিজিটাল পদ্ধতিতে) সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয় বিধায় পৃথকভাবে Hard Copy বা পত্রের মাধ্যমে অবহিত করা আবশ্যক নয় মর্মে তাঁর অধঃস্তন দপ্তরসমূহকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। NID ভিত্তিতে মোবাইল রেজিস্ট্রেশন নোটিশ ২০২৩ । একই NID দিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হবে

iBAS++-এর সার্বিক নিরাপত্তাসহ এর ব্যবহারকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সুরক্ষা নির্দেশনা

পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৩ । কিভাবে Forget Password করে?

  1. প্রথমে আপনি Forget Password এ ক্লিক করবেন।
  2. অতপর আপনার User ID দিয়ে ক্যাপচা এন্ট্রি করবেন।
  3. Send Verification Code এ ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি পাবেন। ভেরিফিকেশন কোড সেন্ড ম্যাসেজ পাবেন। ইমেলেইও কিন্তু আপনি ওটিপি পাবেন।
  4. Verification Code এন্ট্রি করবেন।
  5. New Password ইচ্ছামত দুই বার দিবেন। New Password and Confirm Password
  6. Change এ ক্লিক করুন। ৪ মিনিটের মধ্যে কোড দিতে হবে।
  7. Password Has been change successfully
  8. click Ok
  9. done

বাজেটের হার্ডকপি কি প্রেরণ করা লাগবে না?

না। সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ধারা-১৩ অনুযায়ী অনুমোদিত বরাদ্দ সম্পর্কে সংশ্লিষ্টদেরকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী iBAS++ এর মাধ্যমে প্রণীত বাজেট অনুমোদনের পর যথাসময়ে iBAS++ এর Published অপশনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সংশ্লিষ্টদেরকে অবহিত করা হচ্ছে। এক্ষেত্রে পৃথকভাবে Hard Copy বা পত্রের মাধ্যমে অবহিতকরণের বিষয়টি অপ্রয়োজনীয় মর্মে প্রতীয়মান হয়।

ibas++ Login Problem Solution । যেভাবে Internet Browser – এর Cache ক্লিয়ার করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *