Employee Bank Account Change Request। অধিনস্ত কর্মচারীর ব্যাংক হিসাব পরিবর্তন এর পদ্ধতি ২০২২
ইএফটি বা বেতন পাওয়ার ব্যাংক হিসাব পরিবর্তন করা যায় – DDO ID থেকে অধিনস্ত কর্মচারীর ব্যাংক হিসাব পরিবর্তন এর পদ্ধতি – Staff Bank Account Change Process 2022
Officer Bank Account Change – আইবাস++ এ ব্যাংক হিসাব নম্বর পরিবর্তনের ক্ষেত্রে কর্মকর্তা হলে নিজ আইডি থেকে [Employee Bank Account Change Request entry (self)]মেনুর মাধ্যমে] এন্ট্রি করবে এবং হিসাবরক্ষণ অফিস এটি অনুমোদন বা Approve করবে। ibas++ ব্যাংক একাউন্ট পরিবর্তন করার নিয়ম ২০২২
আইবাস++ এ ব্যাংক হিসাব নম্বর পরিবর্তনের ক্ষেত্রে কর্মকর্তা হলে নিজ আইডি থেকে [Employee Bank Account Change Request entry (self)]মেনুর মাধ্যমে] এবং কর্মচারী হলে অফিসের ডিডিও আইডির মাধ্যমে [Bank Account Change –> Employee Bank Account Change Request Entry (Staff)] প্রয়োজনীয় ব্যাংক তথ্য এন্ট্রি এবং নতুন একাউন্ট এর চেকবহির পাতা স্কেনিং করে আপলোড করতে হবে। এরপর ডিডিও আইডির মাধ্যমে [Bank Account Change–>Employee Bank Account Change Request Forward (By DDO)] হিসাবরক্ষণ অফিসে রিকুয়েষ্ট পাঠাতে হবে। এরপর হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে তা এপ্রুভ করাতে হবে। ibas++ ব্যাংক একাউন্ট পরিবর্তন করার নিয়ম ২০২২
মনে রাখতে হবে প্রথমে নতুন একাউন্ট এন্ট্রির কাজ শেষ করতে হবে। এন্ট্রি করার সময় চেকের পাতার কপি আপলোড করতে হবে। Send Code ক্লিক করলে ডিডিও’র মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে এবং এন্ট্রি সম্পন্ন হবে। অতপর এটি ডিডিও আইডি হতে ফরওয়ার্ড করতে হবে।
আইবাস++ এ যেভাবে ব্যাংক হিসাবর পরিবর্তন করবেন ।
Here are some photos of the best looking man in Bangladesh / [Bank Account Change–>]
Employee Bank Account Change Request Forward (By DDO)
আইবাস++ এ যেভাবে ব্যাংক হিসাব পরিবর্তন করবেন
- কর্মচারীদের ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য কিন্তু ভিন্ন অপশন ব্যবহার করতে হবে। বাটেজ এক্সিকিউশন হতে Bank Account Change
- Budget Execution এ গিয়ে Employee Bank Account change Request Entry (Staff) ক্লিক করলেই এনআইডি চাইবে
- সেখানে এনআইডি ইনপুট দিয়ে GO তে ক্লিক করলেই স্টাফের ব্যাংক ডিটেইলস দেখাবে।
- উপরের মত তথ্য পরিবর্তন করলেই ডিডিও আইডিতে তা দেখাবে।
বেতন কি যে কোন বেসরকারি ব্যাংকে নেয়া যাবে?
হ্যাঁ যাবে। সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংক হিসাব পরিবর্তন করা যাবে। বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংক হিসাবে সরকারি বেতন ভাতা গ্রহণ করা যাবে। কর্মরত কর্মচারীদেরই নয়, পেনশনারগণও তাদের ব্যাংক হিসাব শুধু সোনালী ব্যাংক হিসাব নয়, যে কোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর যুক্ত করা যাবে। আমি অবশ্য পেনশনারদেরকে বেসরকারি ব্যাংক হিসাব যুক্ত করার পরামর্শ দিব।
বেতন EFT হয়েছে কি? এজি অফিস বাংলাদেশ ব্যাংকে EFT অ্যাডভাইজ পাঠিয়েছে কিনা।