GPF slips 2020-21 – This Scheme is mandatory for a government employee. After completing a service of 2 years, everyone must subscribe at 5% of primary to the provident fund. After the end of the Fiscal year, staff or officers can check gpf balance and profit by online cafopfm website: www.cafopfm.gov.bd.

আর্থিক বছর শেষে প্রতিটি কর্মচারী/কর্মকর্তা সারা বছর জমাকৃত অর্থের মোট পরিমাণ এবং প্রদত্ত মুনাফা দেখতে চায়। তাই বছর শেষ হতে না হতেই তারা জাগে মনে জিপিএফ স্লিপ এনে যদি ব্যালেন্সটা দেখতে পারতাম? বর্তমানে অনলাইনেই জিপিএফ ব্যালেন্স দেখা যায় এবং চাইলে এখন প্রতিমাসেই জিপিএফ কিস্তি জমা হয়েছে কিনা তাও চেক করা যায়। এজন্য www.cafopfm.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করলেই হয়।

জিপিএফ স্লিপ দেখা বা প্রিন্ট করা এখন খুবই সহজ ব্যাপার। প্রথমে www.cafopfm.gov.bd ভিজিট করুন, GPF Information এ ক্লিক করে এনআইডি ও মোবাইল নম্বর ইনপুট দিন এবং ক্যাপচা এন্ট্রি করে Submit করুন। ব্যাস আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি পাবেন সেটি ইনপুট দিয়ে আবার সাবমিট করুন। শেষ কাজ। জিপিএফ স্লিপ সামনে পাবেন।

জিপিএফ স্লিপ দেখুন অনলাইনে / অনলাইনে জিপিএফ চেক করুন

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স চেক করুন।

জিপিএফ স্লিপ

Caption: ব্যক্তিগত জিপিএফ তথ্যাদি’র নিচের জমা দিন বা Click Here  এ ক্লিক করে শুরু করুন।

How to check gpf slip from cafopfm website: www.cafopfm.gov.bd

  1. Do google by cafopfm gov bd
  2. Click First link
  3. input NID and mobile number
  4. click Submit
  5. input OTP
  6. Click Submit
  7. Done

কর্মচারী নিজেই কি এটি অনলাইনে চেক করতে পারবেন?

একজন সরকারি কর্মচারী নিজেই তার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে জিপিএফ তথ্য যাচাই, বের বা প্রিন্ট করে নিতে পারেন। এজন্য সংশ্লিষ্ট অফিসের সহায়তা নিতে হবে না। বর্তমানে যারা ফেসবুক টুইটার ব্যবহার করতে পারে তারা কিন্তু এই কাজটি সাবলিল ভাবে করতে পারে।

gpf slips 2020-21, GPF Balance check, Cafop fm gov bd 2021, Gpf balance check bd, GPF information, CAFOP e-gpf, Pension bd