Bill Submission । বেতন বিল দাখিল
Bill submission was tough to Accounts office. Officer prepare hard copy of pay bill with MS word or MS Excel. MS word preparation for monthly pay bill was difficult to calculate and excel was tough to use for Bill Preparation. After the invention of ibas++ Pay bill submission is very easy and comfortable.
অফলাইনে বেতন বিল দাখিল খুবই কঠিন ছিল, প্রথম মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে বেতন বিল তৈরি করতে হত, তারপর অফিস পিয়ন বা ক্যাশ সরকারের মাধ্যমে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করতে হতো। একাউন্টস অফিসার বিল পাশ করলে সেটি ব্যাংকে নিয়ে ক্যাশ করতে হত। ক্যাশ করা বিল অফিসারকে বুঝিয়ে দিতে হবে। গেজেটেড অফিসারগণ সেল্ফ ড্রয়িং অফিসার তাই তারা তাদের নিজের বিল নিজেই তুলতো।
এখন অনলাইনে আইবাস++ এর মাধ্যমে খুব সহজেই হিসাবরক্ষণ অফিসে বেতন বিল সাবমিট করা যায়। আইবাস++ এ বেতন বিল সাবমিট করলে সেটি ডিডিও আইডিতে জমা হয়। ডিডিও সেটি ফেরত দিতে পারে অথবা হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করতে পারে।
অনলাইনে বেতন বিল দাখিল আইবাস++ Login Page । ibas++ Bill submission landing page to submit pay bill
Bill Submission First step to DDO ID । ডিডিও আইডিতে প্রথমে বিল সাবমিট করতে হবে।
কিভাবে অনলাইনে বেতন বিল দাখিল করতে হয়?
প্রথমে ibas++ এ login করুন আইবাস++ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। First Go to https://ibas.finance.gov.bd/ এবং Select 2nd Option- iBAS++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী) । ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি করে লগিনে ক্লিক করুন।
Step to login ibas++ in Bangladesh
- Do google writing ibas++
- Select First Link IBAS++ Version Selector
- Provide user ID and Password
- Complete Captcha Entry
- Click Budget Execution from three option
- click Pay bill
- Select Bill Submission from three Option named: Bill Submission, Festival Bill Submission, Partial Bill Submission.
- Select Month (month option will be available after 21st of every month.
- Click GO
- This automatic to show net salary and gross salary and deductions
- if all is ok
- just click Submit
সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ম্যাসেজ যাবে। আর আপনি মোবাইলের ম্যাসেজ হতে কোডটি বসিয়ে ওকে বাটনে ক্লিক করলেই বিল দাখিল শেষ হবে। পরবর্তীতে ডিডিও তার আইডিতে লগিন করলে আপনার বিল দেখতে পারেন, তিনি আপনার বিল যদি ঠিক মনে করেন তবে তিনি ফরওয়ার্ড করে দিবেন হিসাবরক্ষণ অফিসে।
হিসাবরক্ষণ অফিসে আপনি আপনার বেতন বিলের কপি প্রিন্ট করে পাঠিয়ে দিবেন, হিসাবরক্ষণ অফিসার হার্ড কপি দেখে, টোকেন নম্বর ব্যবহার করে আপনার বিল খুজে অনুমোদন বা Approve করবেন। অনুমোদনের পর ৩০ বা ৩১ তারিখে EFT Transmit করবেন। ইএফটি ট্রান্সমিট হওয়ার পরের দিন আপনার ব্যাংক হিসাবে আপনার বেতন ঢুকে যাবে।