সর্বশেষ প্রকাশিত

মাতৃত্বকালীন ছুটি ibas++ এ এন্ট্রি করণ পদ্ধতি।

বর্তমান মাতৃত্বকালীন ছুটি আইবাস++ এ এন্ট্রি করতে হয়। মাতৃত্বকালীন ছুটি অর্জিত ছুটি বা অন্য কোন ছুটি হতে বিয়োগ হয় না। মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন পূর্ণ হারে বেতন ভাতাদি পাওয়া যায়। চাকরিজীবনে মাতৃত্বকালীন ছুটি মোট ২ বারই ভোগ করা যায়। দুইবা ততোধিক সন্তান গ্রহণ করলেও মাত্র ২ বারই এ ছুটি পাওয়া যাবে।

মাতৃত্বকালীন ছুটি

মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৪মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটির গেজেট। ৪ মাস থেকে ৬ মাস করা হয়েছে। চাকুরীকালীন মহিলারা সর্বোচ্চ ০২ বার এ ছুটি ভোগ করতে পারে। সাধারণত পূর্বে মাত্রকালীন ছুটিতে থাকা কালে কোন বেতন পেত না। গর্ভকালীন যে কোন সময়ে এ ছুটি গ্রহণ করা যায়। মাতৃত্বকালীন ছুটিকে চাকুরী কাল হিসেবে গন্য করা হয়। এ ছুটি জমাকৃত কোন ছুটি হতে বিয়োগ করা হয় না।

মাতৃত্বকালীন ছুটি এন্ট্রি

সম্ভাব্য উত্তর:

  • যে তারিখ হতে ছুটি মঞ্জুর হয়েছে|
  • Sanction date । Start date and Below date আদেশের তারিখ দিবেন।  কত তারিখ (Starting date) ছুটি শেষ হওয়ার তারিখ দিবেন। এই তিনটি অপশনই আছে।

ibas++ Maternity Leave

কিভাবে আইবাস++ এ মাতৃত্বকালীন ছুটি এন্ট্রি করবেন?

Login to ibas++ DDO ID>Service Management>Leave>Select Maternity Leave>Entry Information and Save it. Done

মাতৃত্বাকালীন ছুটি সার্ভিস বুকে এন্ট্রি করার সাথে সাথে আইবাস++ এও এন্ট্রি করতে হবে। ই-সার্ভিস বুক বা ই-খতিয়ান চালু হলে এন্ট্রি কাজে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *