সর্বশেষ প্রকাশিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক: সরকারি কর্মচারীদের ২ জানুয়ারির প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। সংগঠনটির আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে দেশজুড়ে সকল প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করার কথা ছিল।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিষদের সদস্য সচিব মো: মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সকাল ৬টায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল (৩১ ডিসেম্বর) একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

মরহুমার প্রতি সম্মান প্রদর্শনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের ২ জানুয়ারির পূর্বনির্ধারিত ‘প্রতীকী অনশন কর্মসূচি’ স্থগিত ঘোষণা করেছে। দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিতকৃত এই কর্মসূচির নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি সংগঠনের জোট নিয়ে গঠিত এই পরিষদ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *