জিপিএফ নমিনি ফরম পুনরায় অনলাইনে পূরণ করতে হবে কিনা।
জিপিএফ হিসাব খোলার সময়ই জিপিএফ নমিনি সংক্রান্ত ঘোষণা ফরম জমা দেয়া হয়েছে। হিসাবরক্ষণ অফিসার কর্তৃক সেটি প্রতিস্বাক্ষর করে আনা হয়েছে তাদেরও কি পুনরায় অনলাইনে নমিনি এন্ট্রি করতে হবে। জি যারা পূর্বে নমিনি ফরম পূরণ করে জমা দিয়েছেন এবং এক কপি আপনার নিকট সংরক্ষিত রয়েছে তাদের পুনরায় অনলাইনে নমিনি ফরম পূরণ করে জমা দিতে হবে।
কারা কারা অনলাইনে নমিনি ফরম পূরণ করবেন?
সকল সেল্ফ ড্রয়িং অফিসার অনলাইনে নমিনি ফরম পূরণ করে প্রিন্ট কপিতে স্বাক্ষর করে আপলোড করে সেইভ করবেন এবং হিসাবরক্ষণ অফিসার কর্তৃক অনুমোদন কপি রাখবেন। কর্মচারীদের ক্ষেত্রে ইএফটি করার সময় যদি নমিনি এন্ট্রি করে থাকেন তবে নতুন করে এন্ট্রি করতে হবে না। তবে যাদের নমিনি তথ্য অনলাইনে এন্ট্রি করা নাই তাদের ক্ষেত্রে পুনরায় এ কাজ সম্পন্ন করতে হবে। গেজেটেড কর্মকর্তাগণ ইতোপূর্বে মোবাইলে নমিনি এন্ট্রি করণের জন্য আইবাস++ হতে ম্যাসেজ পেয়েছেন। যারা ক্ষুদে বার্তা পান নি তারও অনলাইনে চেক করবেন জিপিএফ নমিনি এন্ট্রি হয়েছে কিনা। আরও দেখুন: GPF Subscriber Nominee Entry মেনুর মাধ্যমে নমিনি এন্ট্রি করার নিয়ম ২০২২
কেন নতুন করে আবার অনলাইনে নমিনি এন্ট্রি করতে হবে?
আপনি অফলাইনে নমীনি নির্ধারণ করেছিলেন, কিন্তু কখনো অনলাইনে নমীনি নির্ধারণ বা এন্ট্রি করেন নি ,বর্তমানে আইবাস++ অনলাইনে আপনার চাকুরি ও ব্যক্তিগত সকল তথ্য মাষ্টার ডাটায় সংরক্ষণ করা হচ্ছে সেই কারণে অনলাইনে নমীনি এন্ট্রি আবশ্যক। সকল চাকুরিজীবী দের মাষ্টার ডাটায় সকল তথ্য থাকা নিশ্চিত করতে হবে কারণ ভবিষ্যতে এই মাষ্টার ডাটার তথ্যর ভিত্তিতে আপনার বেতন,জিপিএফ ও পেনশন নিষ্পত্তি হবে।
কর্মকর্তাদের অনলাইন নমিনি এন্ট্রি ২০২২
কর্মচারীদের নমিনি এন্ট্রি কে করবেন?
কর্মচারীদের নমিনি এন্ট্রি করবেন ডিডিও। নমিনি এন্ট্রি দেওয়ার সময় ডিডিও মোবাইল নম্বরে ভেরিফিকেশন হবে। এনআইডি এবং জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে নমিনি এন্ট্রি করা যাবে। অনলাইনে নমিনি এন্ট্রির ক্ষেত্রে এক বা একাধিক নমিনি এন্ট্রি করা যাবে। একাধিক নমিনি এন্ট্রি করে পারসেন্টেজ বা শতকরা ভাগ করে এন্ট্রি করা যাবে।
জিপিএফ নমিনি এন্ট্রি হয়েছে কিনা চেক করা যায় কি?
আমার জিপিএফ এ নমীনি অনলাইনে এন্ট্রি হইছে কিনা সেটা জানার কোন অপশন আছে? নাকি সবাইকেই নতুন করে অনলাইনে এন্ট্রি দিতে হবে। অপশন আছে আপনি ডিডিও আইডি থেকে budget execution থেকে নিচের চিত্র অনুযায়ী চেষ্টা করতে হবে।