সর্বশেষ প্রকাশিত

সরকারি কর্মচারীর বেতন শিট DDO ID থেকে বের করার উপায় কি?

সরকারি কর্মচারীদের বেতন বিল এখন অনলাইনে আইবাস++ এর মাধ্যমে দাখিল করতে হয়। তাই অনলাইনে দাখিলের পূর্বে যে ফরম্যাটে বেতন বিল প্রিন্ট করা হতো ঠিকই একই রকম দেখতে আইবাস++ হতে বিল জেনারেট করা যায়। এজন্য Bill Summmary এবং Staff Bill Details বের করে প্রিন্ট করে হিসাবরক্ষণ অফিসে ম্যানুয়ারি দাখিল করতে হয়। যদিও ভবিষ্যতে হার্ড কপি প্রেরণের প্রয়োজন পড়বে না।

কর্মচারীদের বেতন বিল প্রিন্ট

শুধু হিসাবরক্ষণ অফিসে প্রেরণে জন্য নয়, অনলাইন কপি প্রিন্ট করে দপ্তরের সংরক্ষণের প্রয়োজনীয়তাও রয়েছে। আজ আমরা দেখবো কিভাবে কর্মচারীদের বেতন বিল দাখিল করার পর বিল কপি প্রিন্ট করার জন্য বের করতে হয়।

পদ্ধতি ১:

  • Reports>staff bill>staff bill summary>2021-2022>December 2021>bangla>pdf>run report দিন
  • Reports>staff bill>staff bill detail>2021-2022>December 2021>bangla>pdf>run report দিন।

পদ্ধতি ২:

বেতন শীট একজনেরটা মনে বের করা যায় না। সম্মিলিত বের করা যায় যা ১ম কমেন্টে বলা আছে। যদি একজনের বেতনের স্টেটমেন্ট বের করতে চান তাহলে তা ডিডিও আইডিতে গিয়ে Accounting module এ যেতে হবে তারপর Report> Report search by NID> Salary Statement এ গিয়ে সংশ্লিষ্ট কর্মচারীর NID এবং অর্থ বৎসর দিয়ে রিপোর্ট রান করাতে হবে।

 

বি:দ্র: কর্মচারীদের staff bill summary কপি বের করার সময় ভাষা আবশ্যিকভাবে বাংলা সিলেক্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *