www.cafopfm.gov.bd থে‌কে GPF স্লিপ স্বাক্ষর লাগবে না।

বর্তমানে জিপিএফ স্লিপ অনলাইন হতে পাওয়া যায়। আপনি খুব সহজেই www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটে লগিন করে আপনার জিপিএফ স্লীপ বের করে নিতে পারেন। এটি চাইলে আপনি প্রিন্ট করে যে কোন কাজে ব্যবহার করতে পারেন। এটি অটো জেনারেটেড তাই কোন প্রকার স্বাক্ষরের প্রয়োজন নেই।

কিভাবে অনলাইন হতে জিপিএফ স্লিপ বের করে?

অনলাইন থেকে জিপিএফ স্লিপ তিন ভাবে বের করা যায়। একটি সেল্ফ ড্রয়িং অফিসার তার আইডি থেকে বের করেন। অন্যটি ডিডিও যে কোন কর্মচারী বা কর্মকর্তার জিপিএফ সাব লেজার বের করতে পারেন। সর্বশেষ যে পদ্ধতি সেটি হচ্ছে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট: www.cafopfm.gov.bd থেকে বের করা যায়। www.cafopfm.gov.bd ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ বের করতে চাইলে সরাসরি www.cafopfm.gov.bd এই সাইটে গিয়ে GPF information Column এ গিয়ে NID and Mobile Number>Captcha Entry>Submit>input OTP>Submit>done

online gpf slip

Caption: Pension and fund Management Website: www.cafopfm.gov.bd

তাছাড়া হিসাবরক্ষণ অফিস থেকে যদি আপনি জিপিএফ স্লিপ সংগ্রহ করেন। সেটিও এখন অনলাইন হতে অর্থাৎ আইবাস++ হতে প্রিন্ট করে দেওয়া হয়। সেটিতে লিখা থাকে যে, এটি অটো জেনারেটেড তাই এতে স্বাক্ষরের কোন প্রয়োজন নেই। তাই পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট অফিসের ওয়েবসাইটে হতেও যদি আপনি জিপিএফ স্লিপ সংগ্রহ করেন তবে তাতে স্বাক্ষরের কোন প্রয়োজন নেই।

GPF Slip by Online । কর্মচারীদের জিপিএফ স্লিপ সংগ্রহ করুন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *