Pay Fixation । বেতন নির্ধারণ

উপজেলা শিক্ষা অফিসারের (DDO) আই ডি হতে শিক্ষকদের ১৩ তম গ্রেডে ফিক্সেশন করা যায় কিনা।

উপজেলা শিক্ষা অফিসারের (DDO) আই ডি হতে শিক্ষকদের ১৩ তম গ্রেডে উন্নীত স্কেলের ফিক্সেশন করা যায় কিনা? এ প্রশ্নটি আপনার মনে জাগতেই পারে। উপজেলা শিক্ষা অফিসারের আইডি ডিডিও আইডি হলেও এই আইডি হতে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের ফিক্সেশন করা যাবে কিন্তু উন্নীত স্কেলে ফিক্সেশন করা যাবে না।

তাহলে কোথা হতে ১৩তম গ্রেডে উন্নীত স্কেলে ফিক্সেশন করা যাবে?

আপনি হিসাবরক্ষণ অফিসের যোগাযোগ করুন। হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে উন্নীত স্কেলে ফিক্সেশন করা যাবে। যে তারিখ হতে আপনি উচ্চতর গ্রেড প্রাপ্য হয়েছেন সেই তারিখ পর্যন্ত ইনক্রিমেন্ট প্রথমে বাতিল করতে হবে। অতপর ১৩তম গ্রেডে শিক্ষকদের উন্নীত স্কেলে ফিক্সেশন সম্পন্ন করে বেতন নির্ধারণ করতে হবে। উন্নীত গ্রেডে ফিক্সেশন শেষ করার পর ১৩ তম গ্রেডের ইনক্রিমেন্টগুলো যুক্ত করতে হবে।

ফিক্সশনের সময় সার্ভিস বই কি প্রেরণ করতে হবে?

জি, সার্ভিস বুক প্রেরণ করতে হবে এবং শিক্ষকদের ১৩ তম গ্রেডে উন্নীত স্কেলের আদেশ এন্ট্রি করতে হবে। ফিক্সশন সম্পন্ন করার পর সার্ভিস বুকে এন্ট্রি করে প্রতিপাদন করতে হবে।

বকেয়া বিল কি করা যাবে?

অবশ্যই। আপনি উন্নীত গ্রেড ফিক্সশন সম্পন্ন করার তারিখ হতে পূর্বের প্রাপ্যতার তারিখ পর্যন্ত বকেয়া বিল তৈরি করে হিসাবরক্ষণ অফিসে দাখিল করবেন এবং ম্যানুয়ালি পাশ করে বিল গ্রহণ করবেন। মনে রাখবেন আইবাস++ এ উন্নীত স্কেলের বকেয়া বিল দাখি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *