PWD rate schedule 2023 । পিডাব্লিডডি পূর্ত বিভাগের রেট ডাউনলোড

সকল সরকারি দপ্তরে পিডাব্লিডডি রেট অনুসরণ করে সিভিল কাজ করানো হয়- তাই ফাইলটি আপনার সংগ্রহে থাকা জরুরি – PWD Schedule of Rates 2022

পিডাব্লিউডি কি? – গণপূর্ত অধিদপ্তর একটি সরকারী বিভাগ যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন ও কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ -এ অবস্থিত। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। PWD ফুল ফর্ম – গণপূর্ত বিভাগ । সিভিল কাজ বা পূর্ত কাজ করতে তাদের নির্ধারিত দর বা রেট অনুসরণ করতে হয়।

ইট সিমেন্ট বালির সরকারি দর কোথায় পাবো? গণপূর্ত বিভাগের দর তফসিল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কারিগরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের দর তফসিল (Schedule of Rates) এর ০৪(চার)টি বেসিক আইটেমের সাথে সংশ্লিষ্ট আইটেমসমূহের মধ্যে Brick ০২ (দুই) ক্যাটাগরির, Bitumen ০৬ (ছয়) ক্যাটাগরির, Cement ০৬(ছয়) ক্যাটাগরির এবং MS Rod ০৯(নয়) ক্যাটাগরিরসহ মোট ২৩(তেইশ) ক্যাটাগরির বিভিন্ন আইটেমের পুনঃনির্ধারিত দর বাস্তবায়নে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

পিডাব্লিডডি দর পরিবর্তন হয়েছে কি? না। ২০২২ এর পরে এখনও নতুন দর জারি হয় নি। নিয়মিত পুর্ত বিভাগের ওয়েবসাইটে আপডেট দর আপলোড করা হয়। পুনঃনির্ধারিত পর সকল দপ্তরের পর তফসিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পুনঃনির্ধারিত এ দরের ভিত্তিতে সকল দপ্তরের ইতঃপূর্বে অনুমোদিত কার্য বাস্তবায়ন আইটেমসমূহের দর (Work Execution Item rate) সংশোধনপূর্বক অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকল দপ্তরের ওয়েবসাইটে আপলোড করতে হবে। ইতঃপূর্বে বিভিন্ন দপ্তরের জন্য অনুমোদিত দর তফসিলে উল্লিখিত সকল শর্ত অপরিবর্তিত থাকবে। এ পুনঃনির্ধারিত দরের ক্ষেত্রে সময়ে সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর, শুষ্ক ও অন্যান্য ডিউটি প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পুনঃনির্ধারিত দর বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

PWD schedule of rates 2022-23 pdf । PWD schedule of rates 2023-24 pdf download link

যে কোন মেরামত বা রক্ষণাবেক্ষণ কাজের চাহিদা সর্বপ্রথমে সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলীর অফিসে রক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হয় এবং অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পরও উল্লেখিত অফিসের মাধ্যমে প্রতিকার প্রাপ্তিতে ব্যর্থ হলে ধাপ অনুযায়ী যথাক্রমে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী দপ্তরে যোগাযোগ/অভিযোগ দাখিল করা হয়।

PWD Schedule of Rates 2022 Civil Works (REVISED) । সড়ক ও জনপথ অধিদপ্তর দর তফসিল সংগ্রহ করুন

Caption: PWD Schedule of Rates 2022 Civil Works (REVISED) PDF Download

PWD schedule of rates 2023-24 । পুর্ত বিভাগের সব ধরনের রেট কোথায় পাবো?

  1. PWD Schedule of Rates 2022 Civil Works
  2. PWD Schedule of Rates 2022 E/M Works
  3. PWD Schedule of Rates 2022 Retrofitting Works
  4. PWD Schedule of Rates 2022 Civil Works (REVISED)

সরকারি ভবনের নির্মান কাজ কে করেন?

সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনস্থ ভবন নির্মাণ কাজ করে থাকে পুর্ত বিভাগ।  জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সুগ্রীমকোর্ট, বাংলাদেশ সচিবালয়সহ কারাগার, মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহ, অগ্নি নির্বাপন কেন্দ্রসহ দেশব্যাপী অধিকাংশ সরকারী অফিস ও প্রতিষ্ঠানসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করেন।  দেশব্যাপী অধিকাংশ সরকারী আবাসিক ভবনসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করেন। জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ গণপূর্ত বিভাগ সম্পন্ন করে থাকে।  সরকারী পার্ক ও উদ্যানসমূহ রক্ষণাবেক্ষণ কাজও পুর্ত বিভাগ করে। এছাড়াও ধানমন্ডি আবাসিক এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, পরিত্যাক্ত সম্পত্তি, খিলগাঁও পূর্ণবাসন এলাকাসহ দেশব্যাপী গণপূর্ত অধিদপ্তর এর আওতাধীন সরকারী জমি সম্পর্কিত প্রতিবেদন প্রদান ইত্যাদি।

https://bdservicerules.info/pwd-schedule-of-rates-2022-civil-works-revised-%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%8d/

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *