নতুন চাকরি হয়েছে তা বিসিএস বা সাধারণ দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী। প্রত্যেক কর্মচারী বেতন বিল পেতে হলে অনলাইনে বেতন নির্ধারণ ওয়েবসাইটের মাধ্যমে বেতন নির্ধারণ করতে হয়। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ কম্পিউটারে বসে Payfixation.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হয়।

প্রথমত পদায়কৃত দপ্তরে যোগদানের পর একটি অফিস আদেশ জারি হবে। অফিস আদেশ জারি হওয়ার পর আপনার যোগদান সম্পন্ন হলো। যোগদান সম্পন্ন হলে আপনি আপনার এনআইডি, মোবাইল, নিয়োগপত্র, যোগদানের অফিস আদেশ, স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেটসহ সমস্ত কাগজপত্রাদি সহ আপনি ইন্টারন্টে সংযোগ আছে এমন একটি কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসবেন।

ভয়ের কিছু নেই Pay fixation লিখে গুগল করবেন। Integrated Budget And Accounting System লেখা প্রথম লিংকটিতে প্রবেশ করবেন। এটিতে প্রবেশ করার পর অনলাইনে বেতন নির্ধারণী নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। যেখানে গিয়ে ধাপগুলোসম্পন্ন করার মাধ্যমে পে ফিক্সেশনের কাজ সম্পন্ন করবেন। ধাপগুলো সম্পন্ন করতে আপনাকে আপনার ডকুমেন্টগুলোর স্ক্যান কপি আপলোড করতে হবে তাই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে নিবেন।

Pay Fixation Entry for new Job / pay fixation is mandatory for new joining employee

আপনি সাহস করে শুরু করতে পারেন। পে ফিক্সেশন কোন কঠিন বিষয় নয়, শুধু মনোযোগ দিন যাবে কোন ভুলত্রুটি না হয়।

Pay fixation for new joining

Caption: Data entry sheet for pay fixation for new and first joining of employee

How to do pay fixation for new job holder for government officials

  1. First do google “pay fixation”
  2. Click Upon “Integrated Budget And Accounting System”
  3. Click Next
  4. Checked markted and click next
  5. Click নতুন নিয়োগ
  6. Click বেসামরিক
  7. Input NID, Date of Birth, Mobile Number and captcha entry complete
  8. verify it and Fillup Form and upload document and দাখিল করে সম্পন্ন করুন।

যদি ভুল তথ্য দিয়ে ফিক্সেশন দাখিল করে তাহলে কিভাবে সংশোধন করা যাবে?

কোনভাবেই দাখিলকৃত পে ফিক্সেশন আপনি দপ্তর থেকে বা নিজেই ঘরে বসে বাতিল করতে পারবেন না। আপনার এনআইডি নিয়ে হিসাবরক্ষণ অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে গেলেই এটি বাতিল করা যাবে। এবং পুনরায় আবার পে ফিক্সেশন সম্পন্ন করা যাবে।

সরকারি কর্মচারীর পদোন্নতি জণিত ফিক্সেশন যেভাবে করবেন।