NID ভিত্তিতে মোবাইল রেজিস্ট্রেশন নোটিশ ২০২৩ । একই NID দিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হবে

আইবাস++ ইউজারের মোবাইল নম্বর তার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে – ফেব্রুয়ারি মাসের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।– Alamin

কত তারিখে মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে? – NID ভিত্তিক ইউজার রেজিস্টেশন ও মোবাইল নম্বর ভেরিফিকেশনের সময়সীমা আগামী ০১ জানুয়ারি ২০২৩ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই সময়ের মধ্যেই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অর্থ বিভাগের SPFMS কর্মসূচির আওতায় উন্নয়নকৃত Integrated Budget and Accounting System (iBAS++ ) এর তথ্য সম্পদের গোপনীয়তা (Confidentiality), অখন্ডতা (Integrity), প্রাপ্যতা (Availability) নিশ্চিতকল্পে প্রণীত Access Control Guideline এর ৪.৪.১. (v) এ iBAS++ এর সকল ইউজার আইডি NID ভিত্তিক এবং ইউজারের মোবাইল নম্বর আবশ্যিকভাবে NID এর সাথে রেজিস্ট্রেশন করার বিষয়ে উল্লেখ রয়েছে। iBAS++ বাংলাদেশ সরকারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম; এর তথ্য সম্পদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার। জন্য Information Security Management System (ISMS) এর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ISO 27001:2013 সার্টিফিকেট অর্জনের কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় অর্থ বিভাগের অনুমোদিত গাইডলাইন অনুযায়ী ইউজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য One DDO/ imprest holder one NID one registered Mobile No. বিষয়টি আগামী ১লা জানুয়ারি ২০২৩ হতে কার্যকর হবে মর্মে iBAS++ এর নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

শুধুমাত্র CGDF অংশে NID ভিত্তিক ইউজার রেজিস্টেশন ও মোবাইল নম্বর ভেরিফিকেশনের সময়সীমা আগামী ০১ জানুয়ারি ২০২৩ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। NID বর্ধিত সময়সীমার মধ্যে iBAS++ এর সকল ইউজার NID ভিত্তিক রেজিস্ট্রেশন ও ইউজারের মোবাইল নম্বর আবশ্যিকভাবে NID এর সাথে রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।

iBAS++ সিস্টেমের সকল ইউজারের মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র (NID) এর ভিত্তিতে রেজিস্ট্রেশন হওয়া সংক্রান্ত । দ্বিতীয়বার সময় বর্ধিত করা হল।

আইবাস++ ইউজার আইডি তথ্য আপডেট সংক্রান্ত

তথ্য সূত্র দেখুন

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *