ibas++ showing “Your password has been expired! করনীয় ২০২২
সূচীপত্র
Your password has been expired – Please, Change your password – ibas++ Change notification 2022
ibas++ password issue– আইবাস++ কর্তৃপক্ষ বর্তমান পাসওয়ার্ডটি টাইম আউট বা এক্সপাইয়ার্ড হয়েছে বলে নোটিশ দেখাচ্ছে “Your password has been expired. Please, Change your password” এমন ম্যাসেজ দেখাচ্ছে আইডি পাসওয়ার্ড যাতে চুরি বা অপব্যবহার না হয় সেজন্যই।
উপরোক্ত ম্যাসেজ পাওয়ার পর ভয়ের কোন কারণ নেই। আপনি Existing Password এর স্থলে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড বা যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করে আসছিলেন সেটি দিন এবং New Password and Confirm New password এই দুই স্থানে আপনি নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন এবং Change বাটনে ক্লিক করলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।
সাধারণ বিষয়। নিরাপত্তার স্বার্থে মেনে নিতে হবে। ইউজাদের সিকিউরিটিকে অধিকতর প্রটেকশনের জন্য password এর টাইমবার দেয়া হয়েছে ৷ একটা নির্দিষ্ট সময়ের পর সিষ্টেম অাপনাকে বাধ্য করবে নতুন পাসওয়ার্ড দিয়ে login দেয়ার জন্য ৷ আগের পাসওয়ার্ড দিয়ে আইবাসে নির্দেশিত নিয়ম অনুযায়ী নতুন পাসওয়ার্ড দিন,কনফার্ম করুন।
পাসওয়ার্ড পরিবর্তনের অপশন চালু হয়েছে / পাসওয়ার্ড পরিবর্তন আপনার একাউন্টের নিরাপত্তা বাড়াবে।
শুধু পাসওয়ার্ড পরিবর্তন নয়। আপনার ব্রাউজার যাতে এই লিংকে পাসওয়ার্ড অটো দেখাতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। পূর্বে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেভ করে রাখা যেত শুধু ক্যাপচা এন্ট্রি করে Login করা যেত। এখন থেকে আর তা করা যাবে না এটি আপনার আইবাস++ একাউন্টের নিরাপত্তা বাড়াবে।
Caption: You must have to change password by using the option mentioned.
How to make strong password to avoid hacking of ibas++
- First input your old Password
- Now go to second option “New password”
- Password should contain letter, Number and symbol also.
- You can use on capital letter in your password
- Like this “Jamal@1962“
- This password make your account more secured.
- Thank you.
নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবো?
আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন পদ্ধতি- এটাতো জটিল কোন বিষয় নয়, আইবাস সিস্টেম শক্তিশালী করতে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চালু করেছে। পাসওয়ার্ড বদলে নিন। প্রথমে পুরাতন পাসওয়ার্ড দিন এবং পরবর্তী দুই ঘরে নতুন পাসওয়ার্ড দিন এবং Change এ ক্লিক করুন। ব্যাস পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।