Pay Fixation । বেতন নির্ধারণ

Ibas++ Pay Fixation Cancel 2025 । কিভাবে বুঝবেন পূর্বের পে ফিক্সেশন বাতিল হয়েছে?

সরকারি কর্মচারীগন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন চাকরি নিলে পে ফিক্সেশন বাতিল করার দরকার হয়না- সরকারের অনুমতি ছাড়া চাকরি নিলে বা চাকরি ছেড়ে দিলেই কেবল পে ফিক্সেশন বাতিল করতে হয় – Ibas++ Pay Fixation Cancel 2025

পে প্রটেকশন কি?চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষন করার নিয়ম ২০২৩– পূর্ব পদের কর্তৃপক্ষ নতুন চাকরিতে যোগদানের ক্ষেত্রে নো অবজেকশন এবং না দাবীপত্র প্রদান করবে এবং পেনশন গণনা ও বেতন সংরক্ষণের ক্ষেত্রে পূর্ব পদের চাকুরিকাল গননাযোগ্য হবে বলে ঘোষণা প্রকাশ করবে।

কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্য কোন সরকারী প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন এবং তিনি চাকরি পেয়ে যান, তবে তার বর্তমান কর্মস্থলের মূল বেতন নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে পারবেন। সাধারণ বর্তমান গ্রেড থেকে উর্ধ্ব গ্রেডের মূল বেতন যদি কম হয় তবেই এভাবে বেতন সংরক্ষণ বা Pay Protection করা হয়ে থাকে। উর্ধ্ব গ্রেডের চাকুরী প্রাপ্ত হইলে Pay Protection সুবিধা।

কখন পে ফিক্সেশন বাতিল করতে হয় না? কোন একজন সরকারি কর্মচারী ১১ তম গ্রেডে চাকরি করেন, তার নতুন চাকরি ১০ গ্রেডে হলো, এক্ষেত্রে নতুন কর্মস্থলের প্রারম্ভিক বেতন যদি পুরতন কর্মস্থলের থেকে কম হয় তবে পে প্রোটেকশনের মাধ্যমে পুর্বতন কর্মস্থলের বেতন সংরক্ষণের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদান করতে পারবেন। অর্থাৎ বর্তমান বেতন ১০ম গ্রেডের বেতন ক্রস করলে বেতন সংরক্ষণ করতে পারবেন এবং পিএফ কন্ট্রিনিউ রাখতে পারবেন। শুধুমাত্র বেতন সংরক্ষণই নয়, তার জিপিএফ এ জমাকৃত সমূদয় অর্থও হিসাব সহ নতুন কর্মস্থলে ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ তার পূর্বতন কর্মস্থলের জিপিএফ নম্বর ঠিক থাকবে এবং ব্যালেন্স নতুন কর্মস্থলে আসবে।

পে ফিক্সশন বাতিল হলে মোবাইলে মেসেজ আসবে / Dear Client Your Pay fixation has been Cancelled 

অনলাইনে বেতন নির্ধারণী- সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।

Ibas++ Pay Fixation Cancel । কিভাবে বুঝবেন পূর্বের পে ফিক্সেশন বাতিল হয়েছে?

Caption: Check Your Pay fixation

পূর্বের চাকরির ধারাবাহিকতা রক্ষা বেতন সংরক্ষণ অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিছু কাগজপত্র দাখিল করতে হয়।

  1. বিসিএস ক্যাডার বা উক্ত পদে মোট চাকরি কাল;
  2. উক্ত ক্যাডার বা পদে চাকরিকালীন কোন কর্মবিরতি ছিল কিনা;
  3. চাকরিকালীন কখনো বরখাস্ত/সাময়িক বরখাস্ত ছিলেন কিনা;
  4. কর্মকালে তিনি বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কিনা;
  5. সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মতার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কোন অভিযোগ ছিল কিনা।

ঠিক কখন পে ফিক্সেশন বাতিল করা উচিৎ?

প্রথমে জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য আবেদন করতে হবে তারপরে টাকা তোলা হলে। আইবাসের মাস্টার ডাটা রিলিজ করাতে হবে। তারপরেপুরাতন ফিক্সেশন বাতিল করাতে হবে। তারপরে নতুন জায়গায় গিয়ে নতুন ফিক্সেশন করতে হবে।তারপরে আইবাসের মাস্টার ডাটা জয়েনিং করাতে হবে।তারপরে নতুন বেতন কোড আপডেট করে বেতন সাবমিট করলেই হয়ে যাবে ইনশাল্লাহ।
ঐ সিরিয়াল অনুযায়ী করতে হবে কাজগুলো।
জিপিএফ একাউন্ট যদি না থাকে তা হলে ৩ নং সিরিয়াল অনুযায়ী কাজ শুরু করতে হবে))

পে প্রটেকশন । চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষন করার নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *