iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

ibas++ OTP Verify 2024 । মোবাইল দিয়ে ভেরিফাই হচ্ছে না কেন?

আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে মোবাইল দিয়ে  নয় বরং কম্পিউটার দিয়ে চেষ্টা করুন- ibas++ OTP Verify

ওটিপি কাজ করছে না? – ফোন ব্যবহারকারী হিসেবে এমন সমস্যায় আগেও পড়েছি। Verify button কাজ করেনা। পাসওয়ার্ড চেঞ্জ না করলে একাউন্টে ঢুকতেই দেয়না। পরবর্তীতে, এসব ক্ষেত্রে, লগইন না করে, প্রথমেই forgot password দিয়ে otp নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করেছি। তাই আপনি পিসি দিয়ে ট্রাই করুন।

আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তনের কি টু ফেক্টর চালু করা হয়েছে? – ibas++ password চেঞ্জ করতে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। এ পদ্ধতিতে আপনার মোবাইলে এটি ওটিপি আসবে সেটি প্রবেশ করিয়ে পরিবর্তন করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান তবে? মোবাইল দিয়ে চেষ্টা করলে হবে না আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে ট্রাই করেন তাহলেই হয়ে যাবে, তাতেও যদি না হয় ফরগট পাসওয়ার্ড দিয়ে ঠিক করে নেন। আইবাস এ এন্ট্রিকৃত আপনার মোবাইল নাম্বারে এসএমএস এ ভেরিফিকেশন ৬ ডিজিট ওটিপি আাসবে সেটা……… এখানে দিন ৪৪৮০ যে মোবাইল নাম্বার সেটাতে এসএমএস যাবে। Log in সমস্যা হচ্ছে, Anti Forgery Cookies মেসেজ দিচ্ছে।

আইবাস++ এ ৩ মাস অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আইবাস মূলত পাসওয়ার্ড নিরাপত্তার স্বার্থে এমনটি করা হয়েছে। iBAS++ এর তথ্য সুরক্ষিত করার লক্ষ্যে ১৪ টি নিরাপত্তা নির্দেশিকা (Security guidelines) অর্থ বিভাগ কর্তৃক অনুমােদন করা হয়েছে। iBAS++ এর অনুমােদিত নিরাপত্তা নির্দেশিকা “Access Control Guideline” এর আলােকে অনুসরণ করে iBAS++ এ প্রয়ােজনীয় অপশন সংযুক্ত করা হয়েছে। iBAS++ ID এবং PASSWORD শেয়ার করা হতে বিরত থাকুন।

ibas++ Password Change Process / How to change password from ibas++

আপনার ভেরিফাই বাটন কাজ করছে না । মজিলা ফায়ারফক্স ব্যবহার করুন সমস্যার সমাধান হয়ে যাবে।

ibas++ OTP Verify । মোবাইল দিয়ে ভেরিফাই হচ্ছে না কেন?

Caption: ibas++

আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন পদ্ধতি ২০২৩ । How to make strong password to avoid hacking of ibas++

  1. First input your old Password
  2. Now go to second option “New password”
  3. Password should contain letter, Number and symbol also.
  4. You can use on capital letter in your password
  5. Like this “Jamal@1962
  6. This password make your account more secured.
  7. Enter OTP from Mobile Phone or Email
  8. Click Verify
  9. Password Change Done
  10. Thank you.

কিভাবে পাসওয়ার্ড রিসেট করে?

প্রতি ৩ মাস অন্তর আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড ব্যবহার করে আইবাস++ এ লগিন করতে পারবেন না। Your password has been expired এমন ম্যাসেজ পাচ্ছেন? এমন অবস্থায় আপনি লগিন করতে গেলে New Password and Confirm Password চাইবে। এক্ষেত্রে আপনি পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড (ইচ্ছামত) দিয়ে Change Password করে নিবেন। মনে রাখবেন, নতুন পাসওয়ার্ডটি অবশ্যই Capital Letter, Small Letter, Number and Symbol দিয়ে তৈরি করবেন। ন্যূনতম ৮ ডিজিটের পাসওয়ার্ড দিবেন। যেমন-Uaoka@678

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *