ibas++ Nominee Entry । বউয়ের আইডি নাম্বার ছাড়া কি ইএফটি এন্ট্রি হবে?
সূচীপত্র
ibas++ এ নমিনি এন্ট্রি বাধ্যতামূলক নয় – আপনি চাইলে যে কোন সময় নমিনি এন্ট্রি করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন– ibas++ Nominee Entry ২০২২
নমিনি এন্ট্রি করার নিয়ম – বেতন ভাতাদি অনলাইন করার সময় আপনাকে অবশ্যই নমিনি এন্ট্রি দিতে হবে এমনটি নয়। আপনি চাইলে আপনার স্ত্রী বা মাকে নমিনি হিসেবে সেট করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন দিয়ে নমিনি এন্ট্রি করা করা যায় না।
জন্ম সনদ বা এনআইডি যে কোন একটি থাকলেই জিপিএফ নমিনি এন্ট্রি করা যাবে। আপনি একাধিক নমিনি এন্ট্রি করতে পারবেন এবং শতকরা হারে অংশ ঠিক করে দিতে পারবেন। একাধিক স্ত্রী থাকলে বা কিছু অংশ সন্তানের নামেও বরাদ্দ রাখতে পারেন। এছাড়া যদি আপনি চান মা এবং বউ সমহারে বন্টন করবেন তবে সেটিও করতে পারবেন।
জিপিএফ মুনাফার হার কত? সরকারী চাকুরীজীবিদের ‘সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) মুনাফা বা সুদের হার কমানো হয়ছে। এত দিন পর্যন্ত এই তহবিলে যে কোন পরিমাণ টাকার জন্যই সুদের হার নির্ধারিত ছিল ১৩ শতাংশ। অর্থাৎ, যে টাকাই জমা হোক না কেন সরকারী চাকুরীজীবি তা রউপর ১৩ শতাংশ লাভ পেতেন চক্রবৃদ্ধি হারে।
GPF Nominee Entry System by NID or Birth Registration / নমিনি অংশ বা শতকরা হারে বন্টন করা যাবে।
Master Data>GPF Information>NID>Search>Next>Next and GPF Nominee Entry> Information Input >Add>Next>Save>done
নমিনি এন্ট্রি ল্যান্ডিং পেইজ । GPF Nominee Entry
How to Nominee Entry by DDO from ibas++
- Login to DDO ID in ibas++
- Click Master Data
- Employee GPF information
- NID input
- Search
- Next>Next
- Nominee information Entry
- Add
- Next
- Save
- Done
নমিনি ঘর কি ফাঁকা রাখা যায়?
হ্যাঁ – নমিনি এন্ট্রি না করে স্টাফ বেতন নিতে পারবেন। পরবর্তীতে যে কোন সময় নমিনি এন্ট্রি করা যাবে। যারা বিবাহিত কিন্তু বউয়ের ভোটার আইডি কার্ড নাই তাদের ক্ষেত্রে ইএফটি এন্ট্রি দেওয়ার নিয়ম কি? বউয়ের আইডি নাম্বার ছাড়া কি ইএফটি এন্ট্রি হবে?? ডিজিটাল জন্ম সনদ দিয়ে চেষ্টা করুন নতুবা Unmarried দেখাতে হবে। পরবর্তীতে NID হলে এন্ট্রি করা যাবে। মাস দুয়েক আগেও তো স্বামী/স্ত্রীর জন্য NID ছাড়া অন্য অপশন অর্থাৎ জন্ম সনদ অপশন পাওয়া যায় নাই, এখন কি তা হলে জন্ম সনদ অপশন add হয়েছে? হ্যাঁ জন্ম সনদ দিয়েও নমিনি এন্ট্রি করা যাবে।