ibas++ Login Problem Solution । যেভাবে Internet Browser – এর Cache ক্লিয়ার করবেন
সূচীপত্র
ibas++ Login Problem – “User Authentication failed. Please Provide valid user ID, Password and capcha” – ibas++ Cache clean Process 2022
ibas++ এ লগিন করতে পারছেন না? – আপনি যদি ibas++ গুগল সার্চ করে লগিন পেইজে গিয়ে সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা এন্ট্রি করে বারবার ট্রাই করার পরও লগিন করতে পারছেন না এবং User Authentication failed. Please Provide valid user ID, Password and capcha এমন ম্যাসেজ দেখায় বা অন্য কোন ম্যাসেজ দেখায় তবে বুঝতে হবে ব্রাউজার চেঞ্জ করে চেষ্টা করতে হবে। আপনি আপনার কম্পিউটারের অন্য ব্রাউজারটি ব্যবহার করুন। ইন্টারনেট ব্রাউজারগুলো হচ্ছে Google Chrome, Mozilla Firefox, Opera, Internet Explorer ইত্যাদি।
এমন হওয়ার কারণ হচ্ছে একাধিকবার বা বহুবার একই ব্রাউজারের আপনি আইবাস++ লগিন করে ব্যবহার করার ফলে অনেক কুকিজ জমা হয়। কুকিজ জমার ফলে ব্রাউজার গুলো তথ্য সংরক্ষণ করে রাখে। এন্ট্রি ফরজারি বা চুরি ঠেকাতে আইবাস++ কুকিজ ব্লক করে রাখছে। আপনি Cache File অথবা কুকিজগুলো ডিলিট বা রিমুভ বা ক্লিয়ার করে দিয়েই আবার আপনি লগিন করতে পারবেন।
মূলত আইবাস++ এর নিরাপত্তার জন্যই এমনটি করা হয়েছে যাতে করে আপনার অনুপস্থিতিতে ঐ কম্পিউটারে অন্য কেউ পাসওয়ার্ড চুরি বা Cache File বা কুকিজ ব্যবহার করে লগিন করতে না পারেন। এছাড়া প্রতি ৬ মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জারি করা হয়েছে তাই আপনাকে বাধ্য হয়েছেই ৬ মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
How to delete cache file from ibas++ / ibas++ Login problem solution 2022
ক্যাস ফাইল বা কুকিজ ডিলিট করুন অথবা অন্য ব্রাউজার ব্যবহার করে লগিন করুন।
Caption: If you get this message please change your browser / If you are using google chrome, please try it by mozilla firefox
How to delete Cache from google chrome browser 2022
- click google chrome browser
- Click 3 dot at right corner of your browser
- Click Setting
- Privacy and Security
- Clear Browsing Data
- click basic Tab
- Select Time Range
- Clear Data
- done
is that same in Mozilla Fire fox cache file delete process?
No – Go to mozilla firefox>Open Application Menu (3 Paralal Dash line)>Setting>Privacy and Securites>history>Time range to clear>ok done. এই পদ্ধতি অনুসরণ করে আপনি মজিলা ফায়ার ফক্স বাউজারের ক্যাস ফাইল ডিলিট করে নিতে পারেন। এতেও যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে আপনি ভিডিও দেখে নিন।
ভিডিও দেখে নিন…………………