ইনক্রিমেন্ট কপি – পে-ফিক্সেশন ওয়েবসাইট হতে ইনক্রিমেন্ট কপি বের না করলে কি ইনক্রিমেন্ট লাগবে না? ইনক্রিমেন্ট ফিক্সশন কি অফিস কতৃৃপক্ষ করতে পারে? এমন প্রশ্নের উত্তরও আজ আমরা জানবো। চলুন ইনক্রিমেন্ট কপি কিভাবে বের করতে হয় এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।

অনেক কর্মচারীরই প্রশ্ন প্রতি বছর ইনক্রিমেন্ট ফিক্সেশন করার জন্য মোবাইলে মেসেজ আসে এ বছর কি আসবে না? মূলত ইনক্রিমেন্ট অটো লেগে যায়। প্রতিবছর ইনক্রিমেন্ট কপি বের করা হতো এ বছরও বের করতে পারেন এই কপি বের না করলেও ইনক্রিমেন্ট লেগে গেছে। অনলাইন হতে বার্ষিক বেতন বৃদ্ধি শীট বের করা বা না করার সাথে ইনক্রিমেন্ট লাগার কোন সম্পর্ক নেই। ১ তারিখে জুলাই মাসে ইনক্রিমেন্ট অটো যোগ হয়ে গেছে, আইবাস++ বা পে ফিক্সেশন ওয়েবসাইটে ঢুকতে হবে না।

তাহলে কি ইনক্রিমেন্ট চেক করবো না? করতে পারেন এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে নতুন যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই এই ইনক্রিমেন্ট কপি চেক করবেন। অনলাইনে নতুন বা দু একবার ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট কপি ফাঁকা আসতেছে এবং তাদের ইনক্রিমেন্ট আইবাস++ এ যোগ হয়নি। তাই চেক করে দেখুন মুল বেতন ফাঁকা আসে কিনা। যদি ফাঁকা আসে তাহলে অবশ্যই হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।

ইনক্রিমেন্ট কপি বের না করলেও ইনক্রিমেন্ট লাগবে / বার্ষিক বেতন বৃদ্ধিতে এখন আর অনলাইন বা অফলাইন ফিক্সেশন করতে হয় না।

সার্ভিস বুকে কি ইনক্রিমেন্ট এন্ট্রি হবে না? অবশ্যই ইনক্রিমেন্ট এন্ট্রি করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অনুসারে আপনার মূল বেতন একধাপ এগিয়ে যাবে। সেটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর পে স্কেল ভিত্তিক ধাপ অনুসারেই বৃদ্ধি করা হবে এবং এন্ট্রি দিয়ে অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে।

সার্ভিস বুকে বার্ষিক বেতন বৃদ্ধি এন্ট্রি করার নিয়ম

শিরোনা: সার্ভিস বুকে বার্ষিক বেতন বৃদ্ধি এন্ট্রি করার নিয়ম / প্রতি বছরই বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করতে হবে।

বার্ষিক ইনক্রিমেন্ট কপি মোবাইল হতে বের করে চেক করার নিয়ম ২০২২

  1. প্রথমে www.Payfixation.gov.bd ওয়েবসাইটে যান। পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, মোবাইল এবং এনআইডি নম্বর নিয়ে বসুন)
  2. “অনলাইনে বেতন নির্ধারণী” এই পেইজে গিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

  3. জরুরী নির্দেশনা” এই পেইজে গিয়ে আমি প্রিন্ট নিয়েছি তে টিক দিয়ে “পরবর্তী” তে ক্লিক করুন।

  4. ইনক্রিমেন্ট” এ ক্লিক করুন।

  5. হ্যাঁ” তে ক্লিক করুন।

  6. বেসামরিক” এ ক্লিক করুন।

  7. National ID এবং Verification No দুটি ঘরে সাবধানে তথ্য লিখুন।

  8. আঁকা বাকা লেখা” গুলো হুবহু লিখে Login এ ক্লিক করুন। মোবাইলে একটি ম্যাসেজ যাবে যেখানে ৪ সংখ্যা কোডটি বসিয়ে Submit ক্লিক করুন। একটি ড্যাশ বোর্ড দেখতে পারেন।

  9. ড্রপডাউন লিস্ট হতে ১-৭-২০২২ সিলেক্ট করে GO ক্লিক করুন। নাম, পদবী, মূল বেতন ইত্যাদি তথ্য দেখাবে।

সার্ভিসবুকে এন্ট্রি করার সময় কি কি অন্তর্ভূক্ত করতে হবে?

খতিয়ান বইতে ইনক্রিমেন্ট এন্ট্রি করার নিয়ম – প্রথম পাতায় জাতীয় বেতন স্কেল, পদবী, গ্রেড এন্ট্রি করবেন এবং উপরের চিত্রের মত অন্যান্য তথ্যাদি দিয়ে মূল বেতন দেখাবেন এবং বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ উল্লেখ করে সার্ভিস বুকে ইনক্রিমেন্ট এন্ট্রি করে অফিস প্রধানের স্বাক্ষর গ্রহণ করবেন। ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা কপি কি সার্ভিস বুকে রাখতে হবে? না। অবশ্যই না। অনলাইনে যেহেতু সকল কপি থাকে তাই যে কোন সময় বের করতে পারবেন এবং ব্যক্তিগত ফাইলে চাইলে সংরক্ষণ করতে পারেন।