ibas++ festival bill । ঈদ বোনাস দাখিল করার নিয়ম 2023

সরকারি কর্মকর্তাগণ তাদের আইবাস++ আইডি হতেই উৎসব ভাতার বিল দাখিল করতে পারেন। ডিডিওগণ কর্মচারীদের হয়ে উৎসব ভাতার বিল দাখিল করেন। যদি কারও বেতন উৎসব ভাতা প্রাপ্তির মাসে উচ্চতর গ্রেড বা অন্য কোন কারণে পরিবর্তন হয় তবে সে পরবর্তী মাসে উৎসব ভাতা দাখিল করতে পারবেন। পরবর্তী মাসে উৎসব ভাতার বিল দাখিল করলে বর্ধিত হারে উৎসব ভাতা প্রাপ্ত হইবেন। চলুন কর্মকর্তাদের উৎসব ভাতার বিল দাখিল করাটা শিখে নেই।

আইবাস++ ড্যাসবোর্ডের নোটিশ

যে সকল কর্মকর্তা এবং কর্মচারীর সেপ্টেম্বর ২১ মাসের মূল বেতন পরিবর্তিত হবে তাদেরকে সেম্বর/২১ মাসে বােনাস বিল দাখিল না কার অব্দোবর/২১ মাসে বােনাস লি খিল করার ধন্য অনুরােধ করা যাচ্ছে। আবার যে সকল কর্মকর্তা এবং কর্মচারীর সেপ্টেম্বর/২১ মাসের মুল বেতন অপরিবর্তিত থাকবে সে সকল কর্মকর্তা এবং কর্মচারী বােনাস বিল সেপ্টেম্বর/২১ মাসেই দাখিল করতে পারবেন

উপরোক্ত নোটিশটি গত বছর দেওয়া হয়েছে তা ঝুলন্ত আছে আইবাস++ ড্যাসবোর্ডে

উৎসব ভাতার বিল দাখিল করা পদ্ধতি ২০২৩

প্রথমেই আপনি আইবাস++ এ লগিন করবেন অতপর Pay bill এ ক্লিক করবেন। Bill Submission, Festival Bill Submission and Partial Bill Submission নামে তিনটি অপশন দেখতে পারবেন। সেখান থেকে Festival Bill Submission মেন্যুতে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। Fiscal Year সিলেক্ট করবেন দুটি হতে চলতি অর্থ বছর। অতপর GO অপশনে ক্লিক করলে বোনাস দেখাবে।

আইবাস++ এ ঈদুল ফিতর ২০২৩

ibas++ festival bill 2022 , আইবাস++ এ ঈদুল ফিতর ২০২২, বোনাস বিল সাবমিট করার পদ্ধতি,

দুই ক্লিকেই ibas++ festival bill 2023  বিল দাখিল করুন

এখানে আপনার আর কিছু করার নেই। আপনি Submit বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ম্যাসেজ যাবে সেটি একটি ওটিপি। ওটিপিটি আপনার Enter Number এ ইনপুট দিয়ে Ok অপশনে ক্লিক করলেই Information Saved Successfully এই ম্যাসেজটি দেখিয়ে একটি Token Number 0014785 দেখাবে।

বোনাস বিল দাখিল করার সাথে সাথে এটি হিসাবরক্ষণ অফিসে দাখিল হবে। ডিডিও আইডি হতে এটি ফরওয়ার্ড করার প্রয়োজন নেই। হার্ড কপি প্রিন্ট করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করতে পারেন অথবা সংরক্ষণ করতে পারেন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *