Ibas++ Bangla New Year Bill 2025 । অনলাইনে বাংলা নববর্ষ ভাতার বিল দাখিল করার নিয়ম
বাংলা নববর্ষ ভাতার বিল অনলাইনে দাখিল করতে হবে-মূল বেতনের ২০% হারে অটো হিসাব হয়ে আসবে তাই বিল দাখিলে কোন ঝামেলা নেই-Bangla New Year Festival Bill Submission System 2025
আজই নববর্ষ ভাতার বিল দাখিল করা যাচ্ছে? হ্যাঁ। চলতি এপ্রিল/২০২৪ মাস পর্যন্ত সময়ে সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের বেতন ভাতা ইএফটি’র মাধ্যমে প্রদানের নির্দেশনা রয়েছে। ম্যানুয়াল বেতন ভাতাদির কার্যক্রম সমাপ্তির পথে, বাংলাদেশ সরকার ২০১৬ সাল হতে কর্মকর্তা/ কর্মচারীদের মূল বেতনের ২০% বাংলা নববর্ষ ভাতা হিসাবে প্রদানের প্রচলন চালু করেছে। তবে এ বছর মার্চ মাসেই ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের উৎসব ভাতার বিল দাখিল করা যাচ্ছে।
এ মাসের কত তারিখে বাংলা নববর্ষ ভাতার বিল দাখিল করা যাবে? চলতি এপ্রিল মাসের ১ তারিখ হতে বাংলা নববর্ষ ভাতার বিল সাবমিট করা যাচ্ছে। অনলাইন কর্মকর্তা এবং কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতার বিল আইবাস++ এ সাবমিট করা যাচ্ছে। ১৪/০৪/২০২৪ খ্রি; তারিখে যেহেতু বাংলা নববর্ষ সেক্ষেত্রে সর্বোচ্চ ১০ তারিখের মধ্যেই বাংলা নববর্ষ ভাতার বিল পাওয়া যাবে। প্রথম যোগদানের তারিখ হতে উৎসবের দিন পর্যন্ত মূল বেতন উৎসব ভাতা পাবে।
কিভাবে সাবমিট করতে হয় কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতার বিল? প্রথমে ibas++ এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। লগিন শেষ করা পর আপনি বাজেট এক্সিকিউশনে প্রবেশ করবেন। কর্মচারীদের ক্ষেত্রে Budget Execution>Online Pay bill>Staff Festival Bill Entry এ গিয়ে বিল এন্ট্রি করতে হবে। যে সকল কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে তালিকা থেকে তাদের সিলেক্ট করে Save করে বিল এন্ট্রি সম্পন্ন করতে হবে। তারপর আপনি Employee Pay Bill Submission এ গেলে এন্ট্রিকৃত বিলটি দেখতে পারবেন। Staff Summary গিয়ে সবার বিল এমাউন্ট চেক করে Submit বাটনে ক্লিক করলেই আপনি বিলটি Accounts অফিসে চলে যাবে। বিল সাবমিট করে টোকেন নম্বরটি Copy করে নিয়ে Report Option এ চলে যান।১০ এপ্রিল চাকরি ছাড়লে বা চূড়ান্ত অবসরে গেলেও নববর্ষ ভাতা পাবেন।
Bangla New Year Festival Bill Submission ibas++ । আইবাস++ এ বাংলা নববর্ষ ভাতার বিল Submit করার নিয়ম
আইবাসে উৎসব ভাতা এবং নববর্ষ ভাতার বিল শুধুমাত্র একবার সাবমিট করতে হয়, স্যালারি সাবমিট এর মত দ্বিতীয়বার ফরওয়ার্ড করার প্রয়োজন নেই।Step: PayBill-> Festival Bill Submission -> Select Festival Type -> GO-> Submit Using OTP (Finished)
নববর্ষ ভাতার বিল কপি কিভাবে বের করবো?
বাংলা নববর্ষ ভাতার বিল Submit করা শেষ করে আপনি রিপোর্টস অপশনে যাবেন। Reports এ গিয়ে বেতন বিল যেভাবে বের করতেন ঠিক একই ভাবে Bangla New Year Bill টিও বের করবেন। Reports>Staff Bill>Staff Bill Summary সিলেক্ট করে টোকেন নম্বর সহ তথ্য ইনপুট দিয়ে Bangla Language সিলেক্ট করে Staff Summary Report বের করে নিবেন। বর্তমানে সার্ভার মেইনটেইন্স চলমান থাকায় Staff Bill Details ফাঁকা আসছে। অপেক্ষা করুন Staff Bill Details টিও বের করতে পারবেন। অতীতে নববর্ষ ভাতার বিল করতে বেসিক হিসাব করে ক্যালকুলেটর চেপে বার বার চেক করে দেখতে হতো, আইবাস++ এর অবদানে খুব সহজেই নববর্ষ ভাতা অটো জেনারেটেডে করা যাচ্ছে। বেসিকের ২০% আর হিসাব কষে দেখার প্রয়োজন পড়ে না। প্রতি বছর মার্চ মাসের মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা।
আপনি চাইলে বাংলা নববর্ষ ভাতর বিল অনলাইনে কিভাবে সাবমিট করতে হয় সে সম্পর্কে ভিডিও দেখে নিতে পারেন: ভিডিও
https://bdservicerules.info/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95/