ibas++: শিক্ষা ভাতা বন্ধ করতে হলে কি করতে হবে?
সরকারি কর্মচারীগণ তাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা পেয়ে থাকেন। যদি আজকের বাজারে ৫০০ বা ১০০০ টাকায় শিক্ষা গ্রহণ কঠিন হয়ে পড়েছে। তবু সরকারী কর্মচারীদের জন্য এটিই খড়কুটা হিসাবে কাজ করে থাকে।
৩ সন্তানের জন্য শিক্ষা ভাতা কত?
বাংলাদেশ সরকার সর্বোচ্চ ২টি সন্তানের জন্য ১০০০ টাকা শিক্ষা ভাতা প্রদান করে থাকেন। সন্তানের সংখ্যা ৩/৪/৫ যাই হোক না কেন সর্বোচ্চ দুটি সন্তানের জন্য শিক্ষা ভাতা প্রদান করে থাকেন। একটি সন্তানের জন্য ৫০০ টাকা মাসিক এবং দুটির জন্য ১০০০ টাকা মাসিক ভাতা প্রাপ্য হবেন। বাবা মা দুজনে চাকরিজীবী হলেও একজনই সর্বোচ্চ দুটি সন্তানের জন্য ভাতা গ্রহণ করতে পারবেন। দু’জনই এ ভাতা আহরণ করতে পারবেন না।
আইবাস++ সর্বোচ্চ কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা প্রদান করে?
আইবাস++ চালু হওয়ার পর থেকে ৫ বছরের নিচের শিশুর জন্য শিক্ষা ভাতা গ্রহণ করে যাচ্ছে না। সর্বোচ্চ ২৩ বছর বয়স এবং সন্তানের স্নাতক শেষ হওয়া পর্যন্ত এ ভাতা গ্রহণ করা যায়। যেটি আগে সম্পন্ন হয়, ২৩ বছর বা স্নাতক শেষ। ২৩ বছর বয়স সন্তানের পূর্ণ হওয়ার পর অটোমেটিক শিক্ষা ভাতা বন্ধ করে দিবে আইবাস++। কারণ প্রতিটি সন্তানের জন্ম নিবন্ধন তারিখ আইবাস++ এ এন্ট্রি করা থাকে তাই ২৩ বছর পূর্ণ হলে কোন ভাবেই আর আইবাস++ হতে শিক্ষা ভাতা গ্রহণ করা যাবে না।
আইবাস++ হতে কিভাবে শিক্ষা ভাতা রিমুভ করতে হয়?
কোন কর্মচারী বা কর্মকর্তার সন্তানের বয়স ২৩ বছর পূর্ণ হলে আপনাকে বা হিসাব শাখা হতে কিছুই করতে হবে না। যা করার আইবাস++ ই করবে। অটোমেটিক শিক্ষা ভাতা বন্ধ হয়ে যাবে। তবে তৃতীয় সন্তান থাকলে বন্ধ হবে না যদি না তার বয়স ২৩ বছর পূর্ণ হয়। অর্থাৎ কারও যদি ৫টি সন্তান থাকে তবে প্রথম দুটি সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন। পরবর্তীতে এ দুজন সন্তানের বয়স পূর্ন হলে পরবর্তী সন্তানদের জন্য এটি প্রযোজ্য হবে।