IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023 । যেভাবে আপনি বার্তা স্কিপ করে আইবাস স্ক্রীনে যাবেন
আইবাস++ তথ্য সংগ্রহ করছে–সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ বিজ্ঞপ্তি প্রতিবারই স্কিনে দেখাচ্ছে – IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023
তথ্য এন্ট্রিতে তাগিদ দিতেই কি নোটিশ দেয়া হচ্ছে? – সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের একজন কর্মকর্তা/কর্মচারী iBAS++ এর Stock Take of Bank Accounts সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করবেন এবং উক্ত কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমোদন (Approve) করবেন।
একজন কর্মকর্তা যে কয়েকটি কার্যালয়ের ডিডিও হিসাবে দায়িত্বপ্রাপ্ত, তিনি সে সকল কার্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে সন্নিবেশনের দায়িত্ব পালন করবেন। যেমন : সহকারি কমিশনার (ভূমি) নিজ কার্যালয় ও তার অধীনে ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা শিক্ষা অফিসার নিজ কার্যালয় ও তার অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে লিপিবদ্ধ করবেন।
- Stock take of Bank Accounts সাব-মডিউলের তথ্য এন্ট্রি করার জন্য এন্ট্রি ইউজারদের iBAS++(https://ibas.finance.gov.bd/ibas2) সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন গাইডলাইনের জন্য এ লিংকে ক্লিক করুন।
- ইউজার ম্যানুয়ালের জন্য এ লিংকে ক্লিক করুন।
- হেল্প-ডেস্ক সেবার জন্য এ লিংকে ক্লিক করুন।
আইবাস++ এ ব্যাংক তথ্য এন্ট্রি করা না থাকলে এন্ট্রি করুন / তথ্য বা হিসাব ডিটেইলস এন্ট্রি না করে কোনভাবেই স্কিপ করবেন না।
যদি আপনি তথ্য এন্ট্রি করে থাকেন অথবা তথ্য এন্ট্রির আওতায় না পড়ে থাকেন তবে আপনি ১ নং এর গ এবং ২ নং এর খ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
Caption: ibas++
আইবাস++ এ কি কি তথ্য এন্ট্রি করতে হবে? নিম্নলিখিতভাবে উক্ত সাব-মডিউলে তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ করতে হবে
ক্র.নং | প্রতিষ্ঠান | অধিক্ষেত্র | দায়িত্ব |
১। | মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান | সচিবালয়/প্রধান কার্যালয় • প্রকল্প (বাস্তবায়নাধীন ও বিলুপ্ত) • বাজেট বর্হিভূত তহবিল | ডিডিও – অ্যাপ্রুভাল ইউজার অন্য যেকোন কর্মকর্তা/ কর্মচারী – এন্ট্রি ইউজার |
২। | অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন দপ্তর | ||
৩। | মাঠ পর্যায়ের কার্যালয় | নিজ কার্যালয় |
সকল সরকারি প্রতিষ্ঠানের কি তথ্য এন্ট্রি করতে হবে?
বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিষ্ঠানের ব্যাংক তথ্য এন্ট্রি করতে হবে। উল্লেখ্য যে, নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য বর্ণিত সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। মন্ত্রণালয় বিভাগ অন্যান্য প্রতিষ্ঠান (MDAs) ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর এবং মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও কর্মসূচি, স্কিম, প্রকল্প, এবং বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাব তথ্য লিপিবদ্ধকরণের সময়বদ্ধ পরিকল্পনা
ক্র.নং | কাজের বিবরণ | সময়সীমা | দায়িত্ব |
১। | মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি ও অ্যাপুভ | ১৫ জানুয়ারি ২০২৩ | আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এবং ডাটা এন্টি ইউজার (১৬তম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী) |
২। | অধিদপ্তর/পরিদপ্তরের ও অধীন দপ্তরের প্রধান কার্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve) | ৩১ জানুয়ারি ২০২৩ | |
৩। | কর্মসূচি, স্কিম, প্রকল্প ও বাজেট বহির্ভূত তহবিলের (Extra Budgetary Fund)-এর তথ্য সংগ্রহ | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | |
৪। | কর্মসূচি, স্কিম, প্রকল্প ও বাজেট বহির্ভূত তহবিলের (Extra Budgetary Fund)-এর তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve) | ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | |
৫। | মাঠ পর্যায়ের কার্যালয়ের তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve) | ৩১ মার্চ ২০২৩ | |
৬। | ডিডিও নেই এমন কার্যালয় যেমন-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কার্যালয় প্রভৃতি হতে তথ্য সংগ্রহ | ১৬ এপ্রিল ২০২৩ | |
৭। | ডিডিও নেই এমন কার্যালয়ের তথ্য এন্টি ও অ্যাপ্রুভ (Approve) | ৩০ এপ্রিল ২০২৩ |
১ । iBAS++ সিস্টেমে পরবর্তী কার্যক্রম গ্রহণের পূর্বে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
ক) প্রকল্পের ব্যাংক হিসাবের
খ) বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাবের
গ) সরকারি প্রতিষ্ঠান ও প্রকল্প এবং বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাবের
ঘ) কোনটি নয়
২। কত তারিখের মধ্যে মাঠ পর্যায়ের কার্যালয়ের তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে ? ?
ক) ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.
খ) ৩১ মার্চ ২০২৩ খ্রি.
গ) ১৫ জানুয়ারি ২০২৩ খ্রি.
ঘ)৩০ এপ্রিল ২০২৩ খ্রি.
১নং ও ২নং তথ্য সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করলে পরবর্তী স্কিন বা আইবাস++ স্ক্রিণ দেখাবে যেখানে স্বাভাবিক কাজ করা যাবে। প্রতিবারই বার্তা দেখায় এবং আপনাকে প্রতিবারই Submit করতে হবে।