iBAS++ সিস্টেমে ইউজার রেজিস্ট্রেশন ২০২৩ । ব্যাংক তথ্য এন্ট্রি এবং অনুমোদন প্রক্রিয়া দেখে নিন
সূচীপত্র
New Account রেজিস্ট্রেশন করে অনুমোদন করিয়ে নিতে হবে এবং ব্যাংক তথ্য এন্ট্রি করে তা অনুমোদন করতে হতে একই আইডি থেকেই – iBAS++ সিস্টেমে ইউজার রেজিস্ট্রেশন ২০২৩
Stock take of Bank Account সংক্রান্ত নির্দেশনা-প্রথমত জানার বিষয় হলো Stock take of Bank Account বলতে আসলে কি বোঝাচ্ছে? এটি হচ্ছে সাম্প্রতিক সময়ে গৃহীত বাংলাদেশ সরকারের একটি উদ্দ্যোগ যার আওতায় দেশের সকল সরকারি প্রতিষ্ঠানসমুহের লেনদেনের জন্য ব্যবহৃত প্রত্যেক অফিসের নিজস্ব ব্যাংক একাউন্টের তথ্যগুলোকে একত্রিত করে একটি সেন্ট্রাল ডাটাবেজ তৈরী করা এবং অপ্রয়োজনীয় ব্যাংক একাউন্ট এর সংখ্যাকে সীমিত/হ্রাস করা।
কোন গ্রেডের কর্মচারীর তথ্য এন্ট্রি দেয়া যাবে? সর্বপ্রথমে প্রত্যেক অফিস প্রধান (DDO) তার অফিসের একজন ১৬ তম বা তদুর্ধ্ব গ্রেডভুক্ত একজন কর্মচারীকে ব্যাংক একাউন্টের তথ্য এন্ট্রি দেয়ার জন্য ঠিক করে নিবেন। তিনি হবেন Entry User আর DDO নিজে হবেন Approval Officer।অতঃপর অফিস প্রধান সেই Entry User কে মনোনীত করে একটি অফিস আদেশ তৈরী করবেন। (অফিস আদেশের নমুনা কপি পেছনে সংযুক্ত আকারে দেয়া হলো অথবা সচিবালয়ের নির্দেশমালা মোতাবেক অফিস আদেশ জারি করবেন) । তারপর Entry User সেই অফিস আদেশকে স্ক্যান করে Pdf ফরমেট তৈরী করে নিবেন এবং ibas.finance.gov.bd/ibas2 ওয়েবসাইট এ প্রবেশ করে নিচের ভিডিওতে দেয়া নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ক্যাটাগরি নির্বাচন করে সতর্কতার সাথে রেজিস্ট্রেশন করবেন। লিংকঃ youtube.com/watch?v=xp-FwnwK54M অথবা ইউটিউবে Stocktaking of Bank Account User Registration লিখে সার্চ দিন।
তারপর ডিডিও আইডিতে Entry User এর আইডি খোলার রিকুয়েষ্ট টি যাবে। তিনি নিচের ভিডিও অনুসরণ করে সেই রিকুয়েস্টকে ফরোয়ার্ড করে দিবেন। youtube.com/watch?v=7Pi_uX_Fc-g অথবা ইউটিউবে Stocktaking of Bank Account DDO Registration Approval লিখে সার্চ দিন। তারপর কিছুসময় পরে Entry User এর প্রদত্ত মোবাইলে আইবাস আইডি ও One Time পাসওয়ার্ড মেসেজ আকারে আসবে । তিনি তখন আইবাসে লগিন করে তার পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। এর দ্বারা আইডি খোলার ধাপ সম্পন্ন হলো। অতঃপর Entry User নিচের ভিডিও অনুযায়ী তার অফিসের ব্যাংক একাউন্টের তথ্যসমূহকে আইবাসে এন্ট্রি করবেন। youtube.com/watch?v=gUjOt2214gw অথবা ইউটিউবে Stocktaking of ‘Bank Account Information Entry লিখে সার্চ দিন। এবং সর্বশেষে অফিস প্রধান তথা DDO নিচের পদ্ধতি অনুসরণ করে সেই এন্ট্রিকৃত তথ্যকে এপ্রুভ ও ফরোয়ার্ড করে দিবেন। youtube.com/watch?v=fDhVVXKggdk লিংকটি ভিজিট করুন অথবা Approval লিখে সার্চ দিন।
১৬ গ্রেড বা তদুর্ধ্ব কর্মচারীকে নিয়োগ করা যাবে / একজন কর্মচারীকেও স্টকটেকিং ব্যাংক একাউন্ট হিসাব রেজিস্ট্রেশন করানো যাবে
অনলাইন হতে এ সংক্রান্ত ভিডিও দেখে নিয়ে আপনি সহজেই ইউজার রেজিস্ট্রেশন এবং তথ্য এন্ট্রি ও অনুমোদন করে নিতে পারেন।
Caption: ibas++ user Registration
ibas++ user registration 2023 । Stock take of Bank Account এন্ট্রি এবং অনুমোদন প্রক্রিয় দেখে নিন
- ibas.finance.gov.bd/ibas2 লিংকে ঢুকে Register Yourself ক্লিক করবেন।
- আপনার এনআইডি নম্বর দিবেন এবং মোবাইলে যাওয়া ওটিপি এন্ট্রি করবেন।
- পরবর্তী পেইজ থেকে Stocktaking of Bank Account সিলেক্ট করে ইউজার নেইম এবং ইমেইল এড্রেস দিবেন। পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে এসব আপনা আপনিই চলে আসবে আপনি ক্যাপচা এন্ট্রি করে Next ক্লিক করুন।
- নাম, পদবী অফিসের ঠিকানা চলে আসবে আপনি শুধু আপনার নামে করা অফিস আদেশ Upload এ ক্লিক করে আপলোড করবেন।
- ক্যাপচা এন্ট্রি করে Submit ক্লিক করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে।
- ডিডিও তাদের নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করার সময় Security সিলেক্ট করে প্রবেশ করবেন।
- Security>Entry>Self User Registration>Pending User registration by DDO ক্লিক করলেই আপনার সাবমিট করা এন্ট্রি দেখতে পারবেন।
- Budget Preparation এন্ট্রিতে পেন্ডিং থাকা রেজিস্ট্রেশন সিলেক্ট করে Forward ক্লিক করে Ok করলেই আইবাস++ টিমের কাজে সেটি ফরওয়ার্ড হয়ে যাবে।
ব্যাংক হিসাব তথ্য এন্ট্রি করে কিভাবে?
ইউজার রেজিস্ট্রেশন অনুমোদন হলে মোবাইল ও ইমেইলে নোটিফিকেশন যাবে। তখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে মাস্টার ডাটা ব্যাংক একাউন্টে গিয়ে ব্যাংক তথ্য এন্ট্রি করে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে Budgetary Central Government এ গিয়ে Stocktaking of Bank Account Approve করে নিতে হবে।
এ সংক্রান্ত সমস্ত ভিডিও দেখে নিন: ইউটিউব ভিডিও
বি:দ্র: যাদের অফিসের ব্যাংক হিসাব নাই। তারা নতুন হিসাব খুলবেন এবং অতপর এন্ট্রি করবেন।